Wednesday 12 November 2014

নভেম্বর বিপ্লবের বার্তা আজও শ্রমজীবি – সর্বহারা মানুষের শোষনমুক্তির সংগ্রামের দিশা নির্দেশ করছে – অমল হালদার ।

                                                               

দুর্গাপুর , ১২ই নভেঃ : আজ সন্ধ্যায় , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১বি জোনাল কমিটির অন্তর্গত ৫ ও ৬ নং আঞ্চলিক কমিটির উদ্যোগে আশীষ-জব্বর ভবনে  মহান  নভেম্বর বিপ্লবের ৯৭-তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ,”আজকের দিনে নভেম্বর বিপ্লবের প্রাসঙ্গিকতা “-শীর্ষক আলোচনা সভায় একথা বলেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র রাজ্য কমিটির সদস্য ও বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমরেড অমল হালদার । কিভাবে  রাশিয়ায় ১৯০৫ সালের ব্যর্থ-বিপ্লবের পরে নেমে আসা  হিংস্র স্তলিপিনিয়-প্রতিক্রিয়ার বিরুদ্ধে কমরেড লেনিনের নেতৃত্বে বলসেভিক পার্টি ও শ্রমিকশ্রেনী কৌশলি অথচ দৃঢ় পদক্ষেপে পরিবর্তনের-সূত্রের বিচক্ষন প্রয়োগ করে ১৯১৭ সালে নভেঃ বিপ্লবের মধ্য দিয়ে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠন করেন , ১৪টি সাম্রাজ্যবাদী দেশের যুথবদ্ধ নৃশংস আক্রমন প্রতিহত করে কমঃ লেনিন ও পরে কমঃ স্তালিনের নেতৃত্বে সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে তোলেন এবং ২ কোটি সোভিয়েতবাসীর মৃত্যু সত্বেও অজেয় লালফৌজ নৃশংস ফ্যাসিবাদী হিটলারের অপরাজেয় নাৎসিবাহিনীকে পরাস্ত করে ও দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তোর সময়ে সোভিয়েত পুনর্গঠন করে , সেই সূত্রের আদ্যোপান্ত বিশ্লেষন আজকের সময়ের সংগ্রামের পাথেয় । তিনি আরও বলেন যে দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তোর সময়ে ভারত সহ সদ্য স্বাধীন তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে  সোভিয়েত ইউনিয়নের অসামান্য অবদান চিরস্মরনীয় । তবে মতাদর্শগত বিচ্যূতির কারনে সোভিয়েতের পতন ঘটলেও তা কখনই মার্কসবাদকে অপ্রাসঙ্গিক করে না বরং আজকের পুঁজিবাদী সমাজের কংকালসার চেহারা ও বিশ্বজোড়া শ্রমজীবি – সর্বহারা মানুষের ক্রমবর্ধমান লড়াই-সংগ্রাম আরও বেশী করেই মার্কসবাদের প্রাসঙ্গিকতাকে প্রমান করেছে । তিনি এই প্রসংগে আরও বলেন যে আজকে ভারতে বিজেপি-আরএসএস এর নেতৃত্বে কর্পোরেট শক্তির পক্ষে যে ভয়ংকর সাম্প্রদায়িক শক্তির উথ্থান ঘটেছে তার বিরুদ্ধে পঃ বঙ্গ সহ সারা ভারতে বামপন্হীদের অত্যন্ত সজাগভাবে শ্রেনী ঐক্য বজায় রাখার লড়াই জারি রাখতে হবে এবং মিডিয়া যেভাবে ভারত জুড়ে বামপন্হীদের লড়াই-সংগ্রামকে ও সিপিআইএম-সহ বামপন্হীদের ‘ ব্ল্যাক-আউট ‘ করছে , তার বিরুদ্ধে গণশক্তি সহ অন্যান্য পত্র-পত্রিকার প্রচার বৃদ্ধিসহ অন্যান্য প্রার মাধ্যমের ব্যবহার বাড়াতে হবে ।
  আজকের এই বিশাল হল সভায় সভাপতিত্ব করেন কমঃ সুশান্ত ব্যানার্জী । উপস্হিত ছিলেন কমঃ সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য সহ অন্যান নেতৃবৃন্দ । 

      





  

No comments:

Post a Comment