Friday 7 November 2014

মহান নভেম্বর বিপ্লবের ৯৭-তম বার্ষিকি পালিত হল ইস্পাতনগরীতে ।

                                                                     

 দুর্গাপুর , ৭ই নভেঃ : ১৯১৭ সালের ৭-১৭ ই নভেম্বর ( পুরানো জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে অক্টোবর মাস ) কমরেড লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি ও শ্রমজীবি মানুষ দুনিয়া কাঁপানো দশদিনের বৈপ্লবিক অভ্যূথ্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছিল শোষন-বঞ্চনাবিহীন প্রথম সফল  সমাজতান্ত্রিক রাষ্ট্র -  সোভিয়েত ইউনিয়ন । সোভিয়েত ইউনিয়নের পতন হয়ছে , কিন্তু সোভিয়েত ইউনিয়ন বেঁচে আছে মহান নভেম্বর বিপ্লবের বিজয়দর্পী বার্তার মধ্যে যা আজও  সারা বিশ্বের শোষিত-নিপীড়িত-বঞ্চিত শ্রমজীবি মানুষের কাছে শোষন-মুক্তির  আলোকবর্তিকা , অমোঘ প্রেরনা ।

 আজ সকালে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ ও ১বি জোনাল কমিটির যৌথ উদ্যোগে আশিষ-জব্বর ভবনে পালিত হয় মহান নভেম্বর বিপ্লবের ৯৭-তম বার্ষিকি । এই উপলক্ষ্যে রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায় । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ । 

                       





No comments:

Post a Comment