Monday 17 November 2014

বৃহৎ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকরা ।

                                                          

দুর্গাপুর , ১৭ই নভেঃ : আজ সকালে , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন ( UCWU ) ,সিআইটিইউ এর ডাকে উচ্ছেদ ঠিকা শ্রমিকদের অবিলম্বে পূণর্বহাল , বেতন-চুক্তি অনুসারে ঠিকা শ্রমিকদের বেতন , চুক্তি অনুসারে বি-লিষ্ট নোটিফায়েড ভুক্ত ঠিকা-শ্রমিকদের স্হায়ীকরন ও অবিলম্বে কারখানায় ঠিকা শ্রমিকদের অধিকার ও ট্রেড ইউনিয়ন গনতন্ত্রের পূনঃপ্রতিষ্ঠার দাবীতে একটি বিশাল গেটসভা হয় । কার্যতঃ তৃণমূলের রক্তচক্ষুকে উপেক্ষা করে  ব্যাপক সংখায় কর্মরত ও উচ্ছেদ হওয়া শয়ে শয়ে ঠিকা শ্রমিকদের উপস্হিতি বুঝিয়ে দেয় যে তৃণমূলের শ্রমিক-বিরোধী নীতির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে । জেনারেল শিফটে কারখানার ঢোকার মুখে বহু ঠিকা , এমনকি স্হায়ী শ্রমিকরা কিছুক্ষনের জন্যে সভার বক্তব্য শোনার জন্য দাঁড়িয়ে সংহতি জানিয়ে যান । প্রসংগত , বিগত ৬-দশক ধরে দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের রুটি-রুজির ও স্হায়ীকরনের লড়াইয়ে UCWU এর অন্যন্য নেতৃত্ব সারা ভারতে ঠিকা শ্রমিকদের আন্দোলনে ইতিহাস সৃষ্টি করেছে । কিন্তু গত ২০১১ সালে তৃণমূল সরকার তৈরি হওয়ার সাথে সাথে , ঠিকা শ্রমিক ও UCWU এর উপর ভয়ংকর আক্রমন নেমে আসে । তৃণমূলীদের  শারীরিক আক্রমনে অনেকে জখম হয় । নিরাপত্তা দেখার বদলে পুলিশ UCWU নেতা ও কর্মীদের  অসংখ্য মিথ্যা মামলায় জড়িয়ে দেয় ।UCWU এর নেতৃত্ব সহ ৩৫০০ এর বেশী ঠিকা-শ্রমিককে সিআইটিইউ করার অপরাধে কারখানা থেকে উচ্ছেদ করা হয়। বর্তমানে কারখানার অভ্যন্তরে তৃণমূলীদের নৈরাজ্যে চরম পর্যায় পৌঁছে । তৃণমূল , ঠিকাদার ও কারখানার আধিকারিকদের একাংশের অশুভ আঁতাত কর্মীদের চুক্তি অনুসারে প্রাপ্য মজুরীর বদলে অনেক কম মজুরী নিতে বাধ্য করছে । অন্যান্য অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে । এই অবস্হায় আজকের গেটসভা ঠিকা শ্রমিকদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে । অনেক কর্মরত ঠিকা – শ্রমিক UCWU নেতৃত্বেকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন । সভায় UCSW এর  সাধারন সম্পাদক কমঃ সুবীর ( লাল্টু ) সেনগুপ্ত  বলেন যে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে । শ্রমিকদের কাছে তৃণমূলের স্বরূপ ধরা পড়ে গেছে । তিনি ঠিকা শ্রমিকদের দাবী নিয়ে UCWU এর আন্দোলনকে আগামীদিনে আরোও জোড়াল করার এবং  রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ও শ্রমিক-বিরোধী  নীতির বিরুদ্ধে তীব্র লড়াই গড়ে তোলার জন্য ঠিকা শ্রমিকদের আহ্বান জানান । সভায়  দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিকদের  সংগঠন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন  ( সিআইটিইউ ) এর পক্ষে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কমঃ কবিরঞ্জন দাসগুপ্ত । সভাপতিত্ব করেন কমঃ জি এস দাস । 
                                                




No comments:

Post a Comment