Sunday 9 November 2014

পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ১নং আঞ্চলিক কমিটির অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হল।

                                                         

দুর্গাপুর , ৯ই নভেঃ : আজ বিকেলে , ইস্পাতনগরীর সি-জোনে চিলড্রেন্স আকাদেমী অফ কালচারের প্রেক্ষাগৃহে রমেন দাস নগরের ধীরেন দেব-দিলীপ সরকার মঞ্চে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ১নং আঞ্চলিক কমিটির অষ্টম সম্মেলন । সংগঠনের পতাকা উত্তোলন করেন শ্রী নির্মাল্য ঘোষ । শহীদবেদীতে মাল্যদান করেন শ্রী নির্মাল্য ঘোষ , সুকোমল ঘোষ , অনুপ মিত্র ,কবি ঘোষ সহ অন্যান লেখক শিল্পীরা । উদ্বোধনী সংগীত পরিবেশন করে লহরী শিল্পগোষ্ঠী । উদ্বোধনী ভাষন দেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী আরতি বসু ।সম্মেলন মঞ্চে দুর্গাপুরের বিশিষ্ট শিল্পী-সাহিত্যিক শ্রী দীপক দেব,নির্মাল্য ঘোষ , গিরীন্দ্রনাথ চাকী , কৃষ্ণ দেব ও শেখ নেহালুদ্দিন কে সম্বর্ধিত করা হয় । প্রকাশ করা হয় মানবিক পত্রিকার সাম্প্রতিক সংখ্যা ।    সম্মেলনে উপস্হিত ছিলেন ৬৫ জন শিল্পী-সাহিত্যিক । সম্মেলন ২১ জনের নতুন কমিটিকে নির্বাচিত করেছে । সভাপতি পদে শ্রী কার্তিক দাস , কোষাধ্যক্ষ পদে সমর দাস ও যুগ্ম-সম্পাদক পদে শ্রী কানাই বিশ্বাস ও শ্যামল ব্যানার্জী নির্বাচিত হয়ছেন । 




No comments:

Post a Comment