Wednesday 26 November 2014

গ্রাম বাংলায় কৃষিকাজে ধর্মঘট ও চটকল ধর্মঘটের সমর্থনে ইস্পাতনগরী সংহতি জানাল ।

                                                     

দুর্গাপুর , ২৬শে নভেঃ : আজ ,কেন্দ্রের বিজেপি সরকারের ও রাজ্যের তৃণমূলের জোড়া আক্রমনে বিপন্ন কৃষক-ক্ষেতমজুর-বর্গাদার , বিপন্ন শ্রমিক । মোদী সরকারের ,’ সুদিন ‘ এর বর্শাফলকে বিদ্ধ গ্রামের  ১০০ দিনের কাজের প্রকল্প । গ্রামের মানুষের ,’জীবনরেখা ‘ রেগা-প্রকল্প বিজেপি -র  পরিকল্পিত চক্রান্তের শিকার হয়ে উঠে যাওয়ার মুখে । বিজেপি সরকারের দোসর রাজ্যের তৃণমূল সরকার । বিজেপি -র পরিকল্পিত চক্রান্তে  রেগা-প্রকল্প বিপন্ন হলেও তৃণমূলের মুখে রা নেই ! উল্টে তৃণমূল সরকার  ধান সহ বিভিন্ন ফসলের নায্য-মূল্য ঘোষনায় তীব্র অনীহা । পঞ্চায়েতকে দূর্নীতি আখরা করে তুলেছে তৃণমূল , বিধবা-বার্ধক্য ভাতা সহ বিভিন্ন ভাতা ও প্রকল্পে চলেছে চরম দূর্নীতি । চরম হাহাকার গ্রাস করেছে আজকের গ্রাম বাংলাকে । শতাধিক কৃষকের আত্মহত্যায় গ্রাম বাংলায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর , যা বিগত ৩৪-বৎসরে বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে কখনই হয় নি । তাই গ্রাম বাংলার মানুষ আজ কৃষকসভা ও অন্যান্য বামপন্হী কৃষক সংগঠনের ডাকে কৃষিকাজ ধর্মঘট করে মোদী ও মমতা ব্যানার্জীর সরকারকে হুঁশিয়ারী দিয়েছে । বামফ্রন্টের ডাকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ সভার আহ্বান জানানো হয়ছে । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ডাকে  দিল্লীতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী  কমঃ মানিক সরকারের নেতৃত্বে বিক্ষোভ ও ধর্ণা হয়ছে । অন্যদিকে সিআইটিউ সহ ২২ ট্রেড ইউনিয়নের ( তৃণমূল বাদে ) ডাকে আজ পঃ বঙ্গের চটকল শ্রমিকরা সর্বাত্তক ধর্মঘট করেছেন । আজকের এই কৃষক ও শ্রমিক ধর্মঘটের সমর্থনে ইস্পাতনগরীতে  ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির ডাকে সন্ধ্যায় ৩টি পথসভা অনুষ্ঠিত হয় । সেইল কো-অপঃ এর পথসভায় বক্তব্য রাখেন কমঃ সুব্রত সিনহা ও স্বপন মজুমদার , সভাপতিত্ব করেন কমঃ এস কে এন চৌধুরী । চণ্ডীদাস বাজার মোড়ের পথসভায় বক্তব্য রাখেন কমঃ অরুন চৌধুরী ও আল্পনা চৌধুরী , সভাপতিত্ব করেন কমঃ অশোক চক্রবর্তী । প্রান্তিকা মোড়ের পথসভায় বক্তব্য রাখেন কমঃ সীমান্ত তরফদার ও কবি ঘোষ , সভাপতিত্ব করেন কমঃ কাজল চ্যাটার্জী । 

No comments:

Post a Comment