Monday 17 November 2014

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও রাজ্যে গনতন্ত্রের পুনঃস্হাপনার লড়াইতে শিল্পী-সাহিত্যিকরা সামিল হবেন ।

                                                

দুর্গাপুর ,১৬ই নভেঃ : আজ , দুর্গাপুর স্টেশন সংলগ্ন দুর্গাপুর গেষ্ট হাউসে পঃ বঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ২ আঞ্চলিক কমিটির ৮-ম সম্মেলন অনুষ্ঠিত হল । উদ্বোধনী ভাষন দেন পঃ বঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের বর্ধমান জেলার সভাপতি কমঃ পরেশ মন্ডল । ১৬৫ জন প্রতিনিধি উপস্হিত ছিলেন । ৭-জন প্রতিনিধি রিপোর্টের উপর আলোচনা করেন এবং ৯ জন প্রতিনিধি সম্মেলনে গান-আবৃতি ও নৃত্য পরিবেশন করেন । সম্মেলনকে অভিনন্দন জানিয়ে প্রাক্তন বিধায়ক কমঃ বিপ্রেন্দু চক্রবর্তী , পঃ বঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের বর্ধমান জেলার যুগ্ম-সম্পাদক কমঃ সুকোমল ঘোষ ও আদিবাসী লোকশিল্পী সংঘের পক্ষে কমঃ মনো সরেণ । সম্মেলন ২১-জন সদস্যের দুর্গাপুর পূর্বাঞ্চল কমিটি ও ১৯-জন সদস্যের দুর্গাপুর পশ্চিমাঞ্চল কমিটি নির্বাচিত করছে । সভাপতি নির্বাচিত হয়ছেন যথাক্রমে কবি ঘোষ ও অশোক মজুমদার । 

No comments:

Post a Comment