Sunday 2 November 2014

সন্ত্রাসের বিরুদ্ধে ও সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তির বিরুদ্ধে সজাগ শিল্প-লেখনী , সরব শিল্পী-লেখকরা ।

                                                          

দুর্গাপুর , ২রা নভেঃ : আজ ইস্পাতনগরীর সুরেনচন্দ্র মডার্ন হাইস্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ২নং আঞ্চলিক কমিটির সপ্তম সম্মেলন ।

                       সম্মেলনে কাজ শুরু হয় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে । পতাকা উত্তোলন করেন শ্রী ব্রজমানিক চক্রবর্তী । উদ্বোধনী  ভাষন দেন বিশিষ্ট  সাহিত্যিক শ্রী আরতি বসুর । পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের বর্ধমান জেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন শ্রী পরেশ মন্ডল । ৬৫ জন লেখক-শিল্পী প্রতিনিধি হিসেবে  সম্মেলনে উপস্হিত ছিলেন । ২০ জনের নতুন কমিটিতে যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী সীমান্ত তরফদার ও শ্রীমতি সন্ধ্যা মন্ডল , সভাপতি ও কোষাধ্যাক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে শ্রী মৃনাল ব্যানার্জী ও অমিয় পোদ্দার । 

               

No comments:

Post a Comment