Sunday 2 November 2014

দিনভর তৃনমুলীদের সন্ত্রাস রুখতে পারল না ভোটারদের : সেপকো কো-অপঃ নির্বাচনে প্রগতিশীল প্রার্থীরা বিপুল ভোটে নিরঙ্কুশ জয়ী ।


দুর্গাপুর , ২রা নভেঃ : আজ , ইস্পাতনগরী সংলগ্ন সেপকো টাউনশীপের সর্ববৃহৎ শান্তনীড় আবাসন সমবায়ের নির্বাচনে প্রগতিশীল প্রার্থীদের প্যানেল বিপুল ভোটে জয়ী হয়ছে ।  ১৯টি পদের ১৯টিতেই জয়ী হয়েছেন প্রগতিশীল প্রার্থীরা । ২০১২ সালে তৃণমূল সরকার একতরফাভাবে সেপকো’র আবাসন সমবায় ভেঙ্গে দিয়ে প্রশাসক নিয়োগ করেছিল । আজকে সকাল থেকে ভোটদান পর্ব শুরু হলে , ভোটাররা দলে দলে আসতে শুরু করে । ভয় পেয়ে তৃণমূলীরা হামলা শুরু করে ।  সংবাদ-মাধ্যমের প্রতিনিধিদের উপরেও হামলা চালায় । ভোটদান কেন্দ্রের সংলগ্ন অঞ্চলে ১৪৪ ধারা জারী থাকা সত্বেও , বিপুল সংখ্যায় পুলিশের উপস্হিতিতেই এই হামলা চলে । বহিরাগত তৃণমূলীরা  জোর করে ভোটগ্রহন কেন্দ্রের মধ্যেও ঢুকে পড়ে ও প্রগতিশীল প্রার্থীদের এজেন্টদের ভীতি প্রদর্শন করে । এই সন্ত্রাসের মুখে দাঁড়িয়েও প্রগতিশীল প্রার্থীরা – এজেন্টরা ও সর্বোপরি ভোটারা অকুতভয়ে ভোটের কাজ চালিয়ে যান । ব্যালটবক্স খোলা হলে , প্রগতিশীল প্রার্থীদের জয়ী হতে দেখে , তৃণমূলী দুষ্কৃতিরা চম্পট দেয় । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির পক্ষে সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় প্রগতিশীল প্রার্থীদের জয়ী করার জন্য ভোটারদের অভিনন্দন জানিয়েছেন । 

No comments:

Post a Comment