Monday 17 November 2014

২৪ নভেঃ কয়লা শিল্পে সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে ইস্পাত শ্রমিকদের গণ-কনভেনশন অনুষ্ঠিত হল ।

                                                             

দুর্গাপুর , ১৭ই নভেঃ : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর উদ্যোগে ২৪ নভেঃ  কয়লা শিল্পে সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে ইস্পাত শ্রমিকদের গণ-কনভেনশন অনুষ্ঠিত হল । ধর্মঘটের কারন বিশদে ব্যাখ্যা করে অল ইন্ডিয়া কোল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারন সম্পাদক কমঃ জীবন রায় দৃঢ়তা সাথে বলেন বলেন কয়লা শিল্পের বেসরকারীকরনের লক্ষ্যে  মোদি সরকারের কয়লা-অর্ডিন্যান্সের বিরোধিতায়  ৪টি ট্রেড ইউনিয়নের ডাকা আগামী ২৪শে নভেঃ কয়লাশিল্পের সর্বভারতীয় ধর্মঘট এযাবৎ কালের মধ্যে সর্বাপেক্ষা দৃঢ় শ্রমিক-ঐক্যের ভিত্তিতে সর্ববৃহৎ বেসরকারীকরন বিরোধী ধর্মঘটে পরিনত হবে । কনভেনশনে সভাপতিত্ব করেন কমঃ অজিত মুখার্জী । 

No comments:

Post a Comment