Sunday 23 November 2014

ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ২ নং আঞ্চলিক কমিটির ১০ম সম্মেলন অনুষ্ঠিত হল ।

                                                       

দুর্গাপুর , ২৩শে নভেঃ : আজ , ইস্পাতনগরীর আশীষ-জব্বর ভবনে দুর্গাপুর ২ নং আঞ্চলিক কমিটির ১০ম সম্মেলন অনুষ্ঠিত হল বিনয় কোঙার মঞ্চে
  । রক্তপতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয় । রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ অজিত মুখার্জী । উদ্বোধনী ভাষনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ অপূর্ব চ্যাটার্জী । তিনি বলেন বিগত গৌরবময় ৫০ বৎসরে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) অনেকটা পথ অতিক্রম করে এসেছে । বিগত পার্টি কংগ্রেসে গৃহীত রণকৌশল এর মধ্য দিয়ে চলতে গিয়ে যে অভিজ্ঞতা পার্টি অর্জন করছে , তা সম্মেলনের আলোচনাকে সমৃদ্ধ করবে । বর্তমান সময়ে কেন্দ্রের বিজেপি সরকার একদিকে পূর্বতন কং পরিচালিত উদারনৈতিক অর্থনীতিকে বজায় রেখে আরো কঠোর ভাবে লাগু করছে । অন্যদিকে এই ভয়াবহ জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষের স্বাভাবিক বিক্ষোভকে ধামাচাপা দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ভয়ঙ্কর সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিতে চাইছে আরএসএস-বিজেপি । আবার রাজ্যে তৃণমূল সরকার যেন কেন্দ্রের বিজেপি সরকারের পরিপূরক । তৃণমূল সরকারের সময়ে পার্টি ও বামপন্হী শক্তির উপর ভয়ঙ্কর সন্ত্রাস নামিয়ে আনা হয়েছে । সাম্প্রদায়িক শক্তির সাথে হাত মিলিয়েছে তৃণমূল । আজ তৃণমূল ও বিজেপি উভয়ের জনবিরোধী ও সাম্প্রদায়িক বিভাজনের নীতিতে রাজ্য ও দুর্গাপুর শিল্পাঞ্চল বিপন্ন । এর বিরুদ্ধে মানুষকে নিয়ে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে । সম্মেলনের মধ্য দিয়ে ২ জন আমন্ত্রিত সদস্য সহ ১৫ জনের নতুন আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে । সম্পাদক নির্বাচিত হয়েছেন কমঃ বিজয় সাহা। সম্মেলনে উপস্হিত ছিলেন কমঃ সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব ।

                                                    








No comments:

Post a Comment