Sunday 9 November 2014

৯৭-তম মহান নভেম্বর বিপ্লব বার্ষিকি উপলক্ষ্যে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার শ্রমিকরা রক্তদান করলেন ।

                                                             
দুর্গাপুর , ৯ই নভেঃ : আজ সকালে , ইস্পাতনগরীর তিলক রোডে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের( সিআইটিইউ) এর মিশ্র ইস্পাত কারখানা ( এএসপি ) শাখার দফ্তরে , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের সহযোগিতায়  রক্তদান ও স্বাস্হ্য-পরীক্ষার   শিবিরের আয়োজন করা হয় । ৯৭-তম মহান নভেম্বর  বিপ্লব বার্ষিকি উদযাপন উপলক্ষ্যে  দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের( সিআইটিইউ) এর মিশ্র ইস্পাত কারখানা ( এএসপি ) শাখার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । মোট ৩২ জন রক্তদান করেন এবং ৪২ জন স্বাস্হ্য-পরীক্ষা করান । অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার ইডি শ্রী সোমদেব দাস ও জিএম ( প্রজেক্ট ) ও.পি.বিশ্বকর্মা । উপস্হিত ছিলেন কমঃ ব্রজমানিক চক্রবর্তী, রামপঙ্কজ গাঙ্গুলী সহ  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের( সিআইটিইউ) এর মিশ্র ইস্পাত কারখানা ( এএসপি ) শাখার নেতৃবৃন্দ –কর্মী-সভ্য সহ অসংখ্য শ্রমিক এবং দুর্গাপুর মহকুমার ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে শ্রী কবি ঘোষ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমঃ বিজয় সাহা ।
          
                                                           








No comments:

Post a Comment