Sunday 4 January 2015

ঠিকা শ্রমিকদের মিছিলে জনস্রোত ।

                                                                  

দুর্গাপুর , ৪ঠা জানুঃ : আজ , ইউ.সি.ডব্লু.ইউ.( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাতের কর্মরত ও উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিকদের এক বিশাল মিছিল  দুর্গাপুর ইস্পাত কারখানার মেন গেট থেকে শুরু হয়ে জিটি রোড ধরে ওল্ড কোর্ট হয়ে ভিড়িঙিতে আসে । ভিড়িঙি থেকে বেনাচিতি বাজার হয়ে ইস্পাতনগরীর প্রান্তিকা সংলগ্ন পাঁচমাথা মোড়ে শেষ হয় । উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিকদের পুনর্বহাল,চুক্তি অনুযায়ী ঠিকা শ্রমিকদের বেতন প্রদান,চুক্তি অনুযায়ী বি-লিষ্ট ও নোটিফায়েড ঠিকা শ্রমিকদের স্হায়ীকরন ও দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে ট্রেড ইউনিয়ন গনতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা – এই চার দফা দাবীতে আজকের মিছিল হয় ।  
             গত ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার আসার পরে , দুর্গাপুর ইস্পাতের ঠিকা শ্রমিকদের জীবন-জীবিকা ও অধিকারের উপরে তৃণমূলীরা বর্বোরিচত হামলা চালায় । ভয়ঙ্কর সন্ত্রাসের বলি হয়ে কাজ হারিয়েছেন ৫০০ জন মহিলা শ্রমিক সহ ৩৫০০ জন ঠিকা শ্রমিক । এদের মধ্যে অধিকাংশই গত ২৫-৩০ বছর ধরে কাজ করছিলেন । তৃণমূলীদের শারীরিক আক্রমনের শিকার হয়ে গুরুতর জখম হয়েছেন ইউ.সি.ডব্লু.ইউ.( সিআইটিইউ ) এর নেতৃত্বের অনেকে । রাজ্যের পুলিশ প্রশাসন ও দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ এই উচ্ছেদের বিরুদ্ধে কোন ব্যবস্হা গ্রহন করা দুরে থাক , উল্টে তৃণমূলীদের পাশে দাঁড়িয়েছে । শ্রমিক নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়ছে । উচ্ছেদ হওয়া শ্রমিকদের পরিবার নিদারুন সংকটে পড়েছে । যেসব ঠিকাশ্রমিকরা বর্তমানে কাজ করছেন , তৃণমূলের নেতা , ঠিকাদার ও দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের একাংশের যোগসাজসে নিদারুন শোষন-বঞ্চনার শিকার হচ্ছেন । চুক্তি মোতাবেক ঠিকাশ্রমিকদের দৈনিক ৪৩৮ টাকা থেকে ৫০৫ টাকা পাওয়ার কথা কিন্তু দেওয়া হচ্ছে ১২০ টাকা থেকে ২০০ টাকা ! শ্রমিকদের পিএফ-ইএসআই এর তহবিলে সঠিক জমা করছে না ঠিকাদাররা । পরিবর্তনের জমানায় ঠিকাদাররা ঠিকাশ্রমিকদের সপ্তাহে একদিন সবেতনে ছুটি , বছরে ৩৭ দিন সবেতন ছুটি , বার্ষিক ১১% হারে বোনাস , ওভারটাইমের ডবল পয়সা , ছাঁটাইকালীন সুবিধা কেড়ে নিয়েছে । চুক্তি অনুযায়ী ২০১২ সালের মার্চের মধ্য বি-লিষ্ট ও নোটিফায়েড ভুক্ত ঠিকাশ্রমিকদের স্হায়ী করার কথা । কিন্তু  ইস্পাত কারখানার কর্তৃপক্ষ সেই চুক্তি সরসরি উপেক্ষা করছে । বামফ্রন্টের সময়ে  ইস্পাত কারখানার কর্তৃপক্ষ অথবা ঠিকাদাররা কখন চুক্তি অমান্য করার চেষ্টা করলে শ্রমিকরা ইউ.সি.ডব্লু.ইউ.( সিআইটিইউ ) এর নেতৃত্বে ঝাঁপিয়ে পরে অধিকার আদায় করে নিতেন । আজ যখন ঠিকাশ্রমিকরা  ঠিকাদার ও দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের নির্মম শোষন-বঞ্চনার শিকার তখন তৃণমূলের নেতারা কেন নীরব সে কথা বুঝে নিতে ঠিকাশ্রমিকদের বুঝে নিতে অসুবিধা হচ্ছে না । ইতিমধ্যে কেন্দ্রে বিজেপি-র সরকার ক্ষমতায় এসে শ্রম আইন সংস্কারের নামে শ্রমিকদের অধিকার আইন করে কেড়ে নিতে চাইছে । এই সবের বিরুদ্ধে ঠিকাশ্রমিকদের মধ্যে অসন্তোষের লাভাস্রোত বইতে শুরু করছে , আজকের বিপুলাকার মিছিল তারই ইঙ্গিত দিয়ে রাখলো । মিছিলে যোগ দেন  প্রাক্তন দুই সাংসদ সুনীল খান ও সেখ সাইদুল হক , প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী , গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ , জেলা সিআইটিইউ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ও অন্যান্য ভ্রাতৃপ্রতিম ইউনিয়ন ও গণসংগঠনের নেতৃবৃন্দ ।











                                          


No comments:

Post a Comment