Sunday 18 January 2015

ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির দশম সম্মেলন অনুষ্ঠিত হল ।

                                                               

দুর্গাপুর , ১৮ই জানুঃ : গতকাল , ইস্পাতনগরীর দেশবন্ধু ভবনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির দশম সম্মেলন অনুষ্ঠিত হল । এই উপলক্ষ্যে ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রামাঞ্চল রক্তপতাকায় সেজে ওঠে । রক্তপতাকায় সুসজ্জিত  সম্মেলন স্হলের নামকরন করা হয় কমরেড হরেকৃষ্ণ কোঙার নগর , শহীদ কমরেড দিলীপ  সরকার ভবন ও কমরেড দিলীপ মজুমদার মঞ্চ । সম্মেলনের শুরুতে রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র কেন্দ্রীয় কমিটির সদস্য কমঃ মদন ঘোষ । এরপর শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ মদন ঘোষ , অমল হালদার , রথীন রায় , বীরেশ্বর মন্ডল , অজিত মুখার্জি , সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , আল্পনা চৌধুরী , সুবীর সেনগুপ্ত সহ অন্যান নেতৃবৃন্দ । উদ্বোধনী ভাষনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায় বলেন যে বৃহৎ বুর্জোয়া পরিচালিত  বুর্জোয়া-জমিদার রাষ্ট্র কাঠামোর মধ্যে সীমাবদ্ধতা সত্বেও মেহেনতী জনগনের স্বার্থে বামফ্রন্ট সরকার ৩৪-বৎসর যে ঐতিহাসিক কর্মসূচী রূপায়িত করেছে , সেটা নজিরবিহীন । আগামী দিনে পার্টিকে মতাদর্শের ভিত্তিতে শক্তিশালী করে গড়ে তোলার জন্য তিনি পার্টির পত্র-পত্রিকা পড়া ও বিক্রির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন । সম্মেলনে বক্তব্য রেখে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমঃ অমল হালদার বলেন যে তৃণমূল দ্রুত ফুরিয়ে আসছে । বিজেপি সেই জায়গা নেওয়ার চেষ্টা করলেও , জনগনের  বিশেষ করে গ্রামের মানুষ , গরীব মানুষ ও রাষ্টায়ত্ব ক্ষেত্রের শ্রমিকদের কাছে বিজেপির কর্পোরেট প্রীতি ও সাম্প্রদায়িকতার যৌথ আক্রমনের ভয়ংকর স্বরূপ ধরা পড়ছে । এই দুই শক্তির মোকাবিলার জন্য পার্টিকে শক্তিশালী এবং পার্টি ও জনগনের মধ্যে নিবিড় করার উপর গুরুত্ব আরোপ করেন ও আগামী ২রা -৪ঠা জানুঃ দুর্গাপুর থেকে বার্ণপুর পদযাত্রা সফল করার আহ্বান জানান । সম্মেলন বিদায়ী কমিটির পক্ষ থেকে রিপোর্ট পেশ করেন কমঃ সন্তোষ দেবরায় । ২৭৪ জন প্রতিনিধি সম্মেলনে যোগদান করেন ও ২৫ জন প্রতিনিধি আলোচনায় অংশ নিয়েছেন ।  সম্মেলন ৫ জন বিশেষ আমন্ত্রিত সদস্য সহ মোট ২৮ জনের নতুন দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটি নির্বাচিত করেছে । জোনাল সম্পাদক নির্বাচিত হয়েছেন কমঃ সন্তোষ দেবরায় । দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানা এবং এনএসপিসিএল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আধুনিকীকরন ও সম্প্রসারন , দুর্গাপুর ইস্পাত কারখানার ৩৫০০ হাজার উচ্ছেদ ঠিকা শ্রমিকদের পূণর্বহাল সহ একগুচ্ছ দাবীতে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা ও শক্তিশালী পার্টি গড়ার শপথ নিয়ে সম্মেলন শেষ হয় । সম্মেলন চলাকালীন ,” সিপিআইএম এর প্রতিষ্ঠার ৫০ বৎসর পূর্ত্তি প্রবন্ধ সংকলন “ বইটি প্রকাশ করেন করেন কমঃ মদন ঘোষ ও ৮ জন ৮০ বৎসর অতিক্রান্ত পার্টি সদস্যকে সম্বর্ধনা জানানো হয় ।  

                   


No comments:

Post a Comment