Thursday 29 January 2015

দুর্গাপুর ইস্পাত কারখানার মধ্যে তৃণমূলী দুষ্কৃতিদের হামলায় গুরুতর আহত সিআইটিইউ এর নেতা ।

                                                                 


দুর্গাপুর,২৯শে জানুঃ : আজ দুপুরে , দুর্গাপুর ইস্পাত কারখানার মধ্যে তৃণমূলী দুষ্কৃতিদের হামলায় গুরুতর আহত হলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডিএসপি শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও দুর্গাপুর ইস্পাত কারখানার ট্র্যাফিক বিভাগের আউটসোর্সিং বিরোধী আন্দোলনের অন্যতম নেতা কমঃ দীপ কুমার চ্যাটার্জী । দুর্গাপুর ইস্পাত কারখানার ট্র্যাফিক বিভাগের স্হায়ী শ্রমিক কমঃ দীপ কুমার চ্যাটার্জী আজ দুপুরে বি-শিফটে কর্মস্হলে ছিলেন । সেই সময় পরিচিত তৃণমূলী দুষ্কৃতি ও দুর্গাপুর ইস্পাত কারখানার ট্র্যাফিক বিভাগের স্হায়ী শ্রমিক সুজয় নাথের নেতৃত্বে ঐ বিভাগের স্হায়ী শ্রমিক আশীষ চাঁই সহ বেশ কয়েক জন তৃণমূলী দুষ্কৃতি  রড,লাঠি দিয়ে কমঃ দীপ কুমার চ্যাটার্জী উপর আক্রমন চালায় , মাথায় আঘাত করে । কমঃ দীপ কুমার চ্যাটার্জী মাটিতে পড়ে গেলে ,তাকে রড দিয়ে পেটাতে শুরু করে । ঐ দুষ্কৃতিরা খুন করার হুমকি দেয়,অশ্রাব্য গলিগালাজ করে এবং অবিলম্বে সিআইটিইউ ছাড়ার হুমকি দেয় । খবর পেয়ে ইউনিয়ন নেতৃবৃন্দ ঘটনাস্হলে ছুটে যায় । গুরুতর আহত কমঃ দীপ কুমার চ্যাটার্জীকে প্রথমে প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে আসা হলে , তাকে রেফার করা হয় দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে । সেখানেই কমঃ দীপ কুমার চ্যাটার্জীর চিকিৎসা চলছে । খবর পেয়ে শ্রমিরা ক্ষোভে ফেটে পড়েন ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে ইডি ওয়ার্কসের কাছে অবিলম্বে দোষীদের শাস্তি দাবী করে ডেপুটেশন দেওয়া হয় । আগামীকাল হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার  সর্বত্র বিভাগীয় প্রধানদের কাছে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে । ইতিমধ্যে , তৃণমূলী দুষ্কৃতিরা  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর নেতৃবৃন্দকে ফোনে হুমকি দেওয়া শুরু করেছে । কমঃ দীপ কুমার চ্যাটার্জীর ওপরে হামলা ও নেতৃবৃন্দকে ফোনে হুমকি দেওয়া – এই দুই ঘটনায় পুলিশের কাছে জানিয়ে এফআইআর করা হয়ছে ।
                     কেন হামলা ?

মোদী সরকারের নির্দেশে চলছে জনগনের সম্পদ রাষ্ট্রায়ত্ব কারখানার শেয়ার বেচা । চলছে আউটসোর্সিং এর নামে অবাধ লুন্ঠন । রাষ্ট্রায়ত্ব কারখানার  ‘ নবরত্ন ‘ এর অন্যতম রত্ন সেইল এর অন্যতম মুনাফা করে দুর্গাপুর ইস্পাত কারখানা । তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে ও বাইরে  তৃণমূলীরা স্হায়ী ও ঠিকা শ্রমিকদের উপরে ভয়াবহ শারীরিক আক্রমন চালাচ্ছে ।  দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন সব জেনেও নিশ্চুপ । শুধু তাই নয় , এই সুযোগে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ একের পর এক বিভাগ বন্ধ করছে , নাগরিক পরিষেবা বন্ধ করছে , আউটসোর্সিং করছে । এর বিরুদ্ধে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর নেতৃত্বে শ্রমিকরা প্রতিরোধ করার চেষ্টা করছে । ট্র্যাফিক বিভাগের আউটসোর্সিং এর বিরুদ্ধে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) ও আইএনটিইউসি এর নেতৃত্বে শ্রমিকরা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে ।আউটসোর্সিং এর মাধ্যমে অবৈধ আয়ের লালসায় এই প্রতিরোধ ভাঙ্গার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের একাংশ –ঠিকাদার ও তৃণমূল মরিয়া চেষ্টা চালিয়েও সফল হতে পারে নি। তাই তৃণমূলী দুষ্কৃতিরা শারীরিক আক্রমন চালাচ্ছে । আজ কমঃ দীপ কুমার চ্যাটার্জীর উপর ভয়াবহ আক্রমন তারই পরিনতি বলে শ্রমিকরা মনে করছেন । 

No comments:

Post a Comment