Tuesday 6 January 2015

অবিলম্বে উদ্বৃত্ত কোয়ার্টার ও জমি লিজিং এর দাবীতে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে ( অ্যাডমিন বিল্ডিং ) বিশাল গণ জমায়েত ।

দুর্গাপুর , ৬ই জানুঃ : আজ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) , আইএনটিইউসি , এআইটিইউসি ও স্টিল এমপ্লয়িজ ফোরামের যৌথ মঞ্চের ডাকে  অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার  উদ্বৃত্ত কোয়ার্টার ও জমি লিজিং এর দাবীতে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে ( অ্যাডমিন বিল্ডিং ) বিশাল গণ জমায়েত হয় । ২০০৮ সালে দুর্গাপুর ইস্পাত কারখানার  কর্তৃপক্ষ হটাৎ করে একতরফাভাবে কোয়ার্টার লিজিং বন্ধ করে । এই মুহুর্তে , দুর্গাপুর ইস্পাত কারখানার প্রচুর জমি ও কোয়ার্টার উদ্বৃত্ত হয় পড়ে আছে , বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে । প্রায় ১১০০ কোয়ার্টারে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী লিজিং এর আশায় কোয়ার্টারে বাস করছেন । বোকারো , রাউরকেল্লার মত সেইলের কারখানাগুলিতে লিজিং চালু থাকলেও , কোন অজানা কারনে  দুর্গাপুর ইস্পাত কারখানায় সম্পূর্ন বৈষম্যমূলক ভাবে কর্তৃপক্ষ লিজিং বন্ধ রেখেছেন , তার ব্যাখ্যা দিতে দুর্গাপুর ইস্পাত কারখানার  কর্তৃপক্ষ ব্যর্থ । তাই ইস্পাতনগরী জুড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের এহেন আচরনের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে । এই ক্ষোভ আজ আছড়ে পড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে ( অ্যাডমিন বিল্ডিং ) এ । সাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশাল গণ জমায়েতের চেহারা বুঝিয়ে দিয়েছে  দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের অমানবিক ও একগুঁয়েমির বিরুদ্ধে ক্ষোভের আগুন কোথায় পৌঁছেছে । জমায়েত চলকালীন যৌথ মঞ্চের পক্ষে এক প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষকে অবিলম্বে উদ্বৃত্ত কোয়ার্টার ও জমি লিজিং শুরু করার  দাবী জানানো হয় অন্যথায় যৌথ মঞ্চের পক্ষ থেকে  বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারী দেওয়া হয় । কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ ব্যবস্হার আশ্বাস দিয়েছে বলে যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয় । আজকের গণ জমায়েতে বক্তব্য রেখেছেন অরুন চৌধুরী , বিশ্বরূপ ব্যানার্জী , স্বপন মজুমদার , কাজল মজুমদার ,ললিত মিশ্র , বিশ্বজিত বিশ্বাস ,শম্ভু প্রামানিক , বিবেক সাহা প্রমূখ । গণ জমায়েতের পক্ষ থেকে আজ থেকে শুরু হওয়া ৫-দিন ব্যাপি সারা ভারত কয়লা শিল্পের ধর্মঘটের প্রতি পূর্ণ সংহতি জানানো হয় ।

No comments:

Post a Comment