Monday 12 January 2015

কমরেড শোভা মৈত্রের স্মরণসভা ।

                                                               

দুর্গাপুর , ১২ জানুঃ : আজ সন্ধ্যায় , ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির অন্তর্গত ডিএস-২ আঞ্চলিক কমিটির দফ্তরে কমরেড শোভা মৈত্রের স্মরণসভা অনুষ্ঠিত হয় । গত ২৪শে ডিসেঃ ২০১৪ তারিখে কমরেড শোভা মৈত্র স্হানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা যান । তিনি ডিএস-২ আঞ্চলিক কমিটির অন্তর্গত পার্টি সদস্যা ছিলেন । ৬০’এর দশক থেকে তিনি হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যপদ গ্রহন করেন এবং পরবর্তীকালে তিনি ইউনিয়নের সহ-সম্পাদিকা হিসাবে নিষ্ঠাভরে দায়িত্ব পালন করেন । এছাড়াও সমবায় আন্দোলনের অগ্রগন্যা কমরেড শোভা মৈত্র ক্রেডিট সোসাইটির পরিচালকমন্ডলীর সদস্যা হিসাবে  দক্ষতার সাথে কাজ করেছেন এবং মহিলা আন্দোলন ও শ্রমজীবি মহিলা আন্দোলন সহ গনতা্ত্রিক আন্দোলন সংগঠিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন । তাঁর সহজ , সরল ,অনারম্বরপূর্ণ জীবনযাত্রা শৈলি এবং মধুর ব্যাবহারের জন্য সাধারন মানুষের কাছেও খুবই জনপ্রিয় ছিলেন ।

       স্মরণসভায় কমরেড শোভা মৈত্রের প্রতিকৃতিতে মাল্যদান করেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির আহ্বায়ক কমঃ সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , আল্পনা চৌধুরী , সুবীর সেনগুপ্ত , সবুজ নাগ প্রমুখ । কমরেড শোভা মৈত্রের বোন ও বোনপো মাল্যদান করেন । শোকপ্রস্তাব পাঠ করেন কমঃ বাদল মজুমদার । বক্তব্য রাখেন কমঃ সন্তোষ দেবরায় , প্রণব সামন্ত ও বোন শ্রীমতি গোপা মৈত্র । সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার । 



No comments:

Post a Comment