Tuesday 13 January 2015

প্রয়াত কমরেড পরিমল রায়ের স্মরণ সভা ।

                                                              

দুর্গাপুর , ১৩ই জানুঃ : আজ , ইস্পাতনগরীর আশীষ-জব্বর ভবনে প্রয়াত কমরেড পরিমল রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হয় । গত ১৮ই ডিসেঃ প্রয়াত হয়েছেন কমঃ পরিমল রায় । তিনি ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির অন্তর্গত ডিএস-১ আঞ্চলিক কমিটির পার্টি সদস্য ছিলেন । প্রয়াত কমরেড পরিমল রায়ের স্ত্রী , এক মাত্র পুত্র ও মা বর্তমান । বামপন্হী ছাত্র-যুব আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত কমরেড পরিমল রায় । ১৯৯০ সালে দুর্গাপুর ইস্পাত কারখানায় কোক ওভেন্স বিভাগে শ্রমিক হিসেবে কাজে যোগ দিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর সভ্যপদ গ্রহন করেন এবং অল্প দিনের মধ্যেই নেতৃত্বের পর্যায় উন্নীত হয়েছিলেন । ইউনিয়নের সুবর্ণ জয়ন্তী সম্মেলনে তিনি ইউনিয়নের সহ-সম্পাদক নির্বাচিত হয়েছিলেন । ১৯৯৪ সালে তিনি পার্টি সভ্যপদ লাভ করেন এবং কোক ওভেন্স শাখায়  শাখা – সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন । তাঁর ও পরিবারের ইচ্ছানুসারে মৃত্যুর পরে তাঁর চক্ষু ও দেহদান করা হয় ।
 স্মরণ সভায় প্রয়াত কমরেড পরিমল রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির আহ্বায়ক কমঃ সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত , সুখময় বোস ,দীপক ঘোষ সহ প্রমূখ নেতৃবৃন্দ । এছাড়াও মাল্যদান করেন প্রয়াত কমরেড পরিমল রায়ের স্ত্রী ও একমাত্র পুত্র ও আত্মীয়-পরিজন বন্ধুবর্গ । শোকপ্রস্তাব পাঠ করেন  কমঃ ,দীপক ঘোষ । স্মৃতিচারন করেন কমঃ সন্তোষ দেবরায় , সুব্রত ঘোষ ও পরিবারের পক্ষে শুভ্রকান্তি পাল । সভাপতিত্ব করেন কমঃ সুখময় বোস ।



No comments:

Post a Comment