Thursday 8 January 2015

ঘনিষ্ঠ পার্টি-দরদী কমরেড শান্তিময় সিনহার জীবনাবসান ।

                                                                   

দুর্গাপুর , ৮ই জানুঃ : আজ সকালে , ইস্পাতনগরীর মহিষ্কাপুর রোডের নিজ বাসভবনে পার্টি-দরদী কমরেড শান্তিময় সিনহার  অকস্মাৎ জীবনাবসান হয় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ । তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল সাংগঠনিক কমিটির আহ্বায়ক কমঃ সন্তোষ দেবরায় । পরে তাঁর মরদেহ বি.টি.রণদিভে ভবনে নিয়ে আসা হলে মাল্যদান করেন কমঃ অজিত মুখার্জী ,   জীবন রায় , আল্পনা চৌধুরী , সুবীর সেনগুপ্ত , অরুন চৌধুরী প্রমুখ ।

সংক্ষিপ্ত জীবনী : ১৯৫৮ কমরেড শান্তিময় সিনহা দুর্গাপুর ইস্পাত কারখানার এসএমএস বিভাগে শ্রমিক হিসাবে কাজে যোগদান করেন । ১৯৬৫ সালে তিনি পার্টি সদস্যপদ পেয়ে  দুর্গাপুর ইস্পাত কারখানায় পার্টির প্রথম ফ্যাক্টরী কমিটির সদস্য ও পরে আঞ্চলিক কমিটি গঠিত হলে তাঁর সদস্য হয়েছিলেন । তিনি সেক্টর কো-অর্ডিনেশন ও হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়নের ওবি সদস্য ছিলেন । মৃত্যুকালে তিনি স্ত্রী , দুই কন্যা ও পুত্রকে রেখে গেছেন । 

No comments:

Post a Comment