Monday 26 January 2015

সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ইস্পাতনগরীতে মানব বন্ধন কর্মসূচী পালিত হল ।

                                                                  

দুর্গাপুর , ২৬শে জানুয়ারী : আজ , বামফ্রন্টের ডাকে রাজ্য জুড়ে পালিত হল সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে  মানব বন্ধন কর্মসূচী পালিত হল । সাধারনতন্ত্র দিবসে মার্কিন রাষ্ট্রপতিকে আমন্ত্রন জানিয়ে নির্লজ্জ নজীর স্হাপন করেছে কেন্দ্রের বিজেপি সরকার । সাম্রাজ্যবাদের চাটুকারিতা আরএসএস এর কাছে নতুন কিছু নয় । ভারতবাসীর মহান স্বাধীনতা সংগ্রামে আরএসএস কখনও যোগদান করা দুরে থাক , বরং প্রকাশ্যেই স্বাধীনতা সংগ্রামের বিরোধীতা করেছে । মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে নিজেকে আরএসএস এর সদস্য বলেই দাবী করেছিলেন । ভারতে , সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক শক্তির মিত্রতার ইতিহাস নতুন কিছু নয় । এই মিত্রতার মাসুল গুনতে হচ্ছে আজকের ভারতকে ।  বিগত লোকসভা নির্বাচনে জিতে কেন্দ্রে বিজেপি সরকার গঠিত হওয়ার পরে দেশ জুড়ে  কর্পোরেট – সাম্প্রাদায়িক ফ্যাসিবাদী শক্তির বিপজ্জনক উথ্থান ঘটেছে । রাজ্যে এই শক্তির দোসর অবশ্যই তৃণমূল কংগ্রেস । এই পরিস্হিতে  আরএসএস এর সংঘ-প্রচারক প্রধানমন্ত্রী মোদী  যুদ্ধবাজ মার্কিন রাষ্ট্রপতিকে ভারতের সাধারনতন্ত্র দিবসে ( স্বাধীনতার আগে ২৬শে জানুয়ারী দিনটি ১৯২৯ সাল থেকে ভারতের জাতীয় কংগ্রেস স্বাধীনতা দিবস হিসাবে পালন করত ) প্রধান অতিথি হওয়ার আমন্ত্রন ও ওবামার সাথে ভারতের স্বার্থ বিরোধী বিভিন্ন চুক্তির বিরুদ্ধে বামফ্রন্টের পক্ষে মানব বন্ধনের মারফৎ বিক্ষোভের ডাক দেওয়া হয় ।   


  ইস্পাতনগরীতে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে , আশীষ মার্কেট , চণ্ডীদাস বাজার ও সেইল আবাসন অঞ্চলে  মানব বন্ধন কর্মসূচী পালিত হয় । 


No comments:

Post a Comment