Saturday 10 December 2016

হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর উদ্যোগে নভেম্বর বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ।



দুর্গাপুর,১০ই ডিসেঃ – আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে , দুর্গাপুরের শ্রমিক আন্দোলন ও গন আন্দোলনের দিশারী এবং রাষ্ট্রায়ত্ব দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার শ্রমিকদের ( স্হায়ী ) একান্ত আপন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর উদ্যোগে নভেম্বর বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষ্যে ,” আজকের প্রেক্ষিতে শ্রমিক আন্দোলনের সামনে সম্ভাবনা ও দায়িত্ব “ - শীর্ষক  এক আলোচনা সভা অনুষ্ঠিত হল । আলোচক ছিলেন অধ্যাপক দেবাশীষ সরকার । তিনি বলেন যে সোভিয়েত ইউনিয়নের পতন হলেও নভেম্বর বিপ্লবের মহান বার্তা আজ ও আগামীদিনে সমান প্রাসঙ্গিকতা বজায় থাকবে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠায় দিশা হয়ে থাকবে । আজকর বিশ্বে বিরুদ্ধ দুই দর্শনের লড়াই চলছে । একদিকে  আজকের নয়া উদার অর্থনীতিবাদের যুগে শাসকশ্রনী রাষ্ট্রের ভূমিকাই লুপ্ত করে,সব কিছু বাজারের হাতে তুলে দিতে চাইছে । অন্যদিকে রাষ্ট্রের ভূমিকা বিলুপ্ত করার এই চক্রান্তের বিরুদ্ধে বিশ্ব জুড়ে শ্রমিক আন্দোলন লড়াই গড়ে তুলেছে । অবশ্য শেষ বিচারে , রাষ্ট্রের চরিত্র পরিবর্তন ছাড়া এই লড়াই পূর্ণতা পেতে পারে না । শ্রমিক আন্দোলন  সেই দিশায় পরিচালিত করার দায়িত্ব নিতে হবে ।

সভার শুরুতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষে থেকে বিশ্বরূপ ব্যানার্জী জানান আগামী এক বছর ধরে ইউনিয়নর পক্ষ থেকে  নভেম্বর বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে । সভায় গণসংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী গৌতম গুপ্ত । অধ্যাপক দেবাশীষ সরকার ও শিল্পী গৌতম গুপ্ত কে ইউনিয়নর পক্ষ থেকে  সংবর্ধনা জানানো হয় এবং তাদের হাতে স্মারক তুলে দেন যথাক্রমে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর সভাপতি রথীন রায় ও দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় । কানায় কানায় পূর্ন বি.টি.রণদিভে ভবনে উপস্হিত ছিলেন প্রফুল্ল মন্ডল , বিজয় সাহা, অরুন চৌধুরী সহ ইউনিয়ন সদস্যবৃন্দ , অন্যান্য গন আন্দোলনের নেতৃত্ব সহ বহু সাধারন মানুষ ।








No comments:

Post a Comment