Sunday 11 December 2016

ইস্পাতনগরী দুর্গাপুরে নভেম্বর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ।



দুর্গাপুর,১০ই ডিসেঃ – আজ সন্ধ্যায় ,ইস্পাতনগরীর আশীষ-জব্বর ভবনে,ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির উদ্যোগে নভেম্বর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ,’ নভেম্বর বিপ্লবের শতবর্ষ ও বর্তমান সময় ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হল । আলোচক ছিলেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র পঃ বঙ্গ রাজ্য কমিটির সদস্য ও গণশক্তি পত্রিকার বার্তা সম্পাদক দেবাশীষ চক্রবর্তী । আলোচনা প্রসংগে তিনি বলেন শোষন থেকে মুক্তির লক্ষ্যে মানব সমাজে বিপ্লব-বিদ্রোহের ইতিহাস প্রাচীন । কিন্তু নভেম্বর বিপ্লবের আগে ফ্রান্সের ৭২ দিনের প্যারী-কমিউন ছাড়া শোষিত মানুষের রাষ্ট্র ক্ষমতা দখলের কোন উদাহরন ছিল না । প্যারী-কমিউন  ইতিহাসের অন্যন্য সাধারন বীরত্ব ও আত্মত্যাগের অধ্যায় যা নভেম্বর বিপ্লব কে সফল করতে সাহায্য করেছিল । শ্রমিক শ্রেনীর পার্টি ও শ্রমিক-কৃষক মৈত্রীর অনুপস্হিতিতে প্যারী-কমিউন ব্যর্থতার থেকে শিক্ষা নিয়ে , জার-শাসিত রাশিয়ায় কমরেড লেনিনের সুযোগ্য নেতৃত্বাধীন বলশেভিক পার্টি ও রাশিয়ার জনগন নভেম্বর বিপ্লব সফল করার জন্য দীর্ঘ মতাদর্শগত ও সাংগঠনিক প্রক্রিয়া নিয়েছিল । নভেম্বর বিপ্লবত্তোর সোভিয়েত ইউনিয়নের কালজয়ী কার্যকলাপ বিশ্বের শোষন-মুক্তির ইতিহাসের অন্যতম পাথেয় এবং শোষন-মুক্তির লড়াই এর প্রেরনা । বিশ্বের পুঁজিবাদী দুনিয়া সমাজতন্ত্রের প্রভাব রোধ করার জন্য তথাকথিত ‘সোশ্যাল-ওয়েলফেয়ার’ নীতি নিলেও , সোভিয়েত ইউনিয়নের পতন ও সমাজতান্ত্রিক শিবিরের দূর্বলতার সুযোগে ,’নয়া উদার অর্থনীতি ‘-র নামে সরাসরি অবাধ লুন্ঠনের ব্যবস্হায় ফিরে গেছে । অপর দিকে,বিশ্ব কমিউনিষ্ট আন্দোলনের দূর্বলতায়,পুঁজিবাদের এই অবাধ লুন্ঠন-শোষনের যাঁতাকলে পিষ্ট মেহেনতী মানুষের ক্ষোভ কে কাজে লাগিয়ে বিভিন্ন দেশে দক্ষিনপন্হী-জাতিবিদ্বেষী  অথবা ফ্যাশিষ্ট শক্তির উথ্থান হচ্ছে , যা গোটা মানবজাতি কে ভয়ংকর বিপদ ও রক্তাত ভবিষ্যৎের দিকে ঠেলে দিচ্ছে। ভারত , আমেরিকা সহ ইউরোপের সাম্প্রতিক নির্বাচন তার প্রমান । এই অবস্হা একমাত্র বদলাতে পারে নভেম্বর বিপ্লব এর শিক্ষায় শিক্ষিত শ্রমিক শ্রেনীর পার্টি।

আলোচনা সভার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য এবং দেবাশীষ চক্রবর্তীর হাতে শহীদ আশীষ-জব্বরের আত্মদান ও দু্র্গাপুরের ঐতিহাসিক আগষ্ট আন্দোলনের ৫০-তম বার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত স্মারক-গ্রন্হ ,’অগ্নিশপথ ‘ তুলে দেন দুর্গাপুর ( পূর্ব) এর বিধায়ক ও ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক সন্তোষ দেবরায় । এছাড়াও, সভায় উপস্হিত ছিলেন পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য সুবীর সেনগুপ্ত , রথীন রায় , বিভূতি দাস মন্ডল , নিমাই ঘোষ, সলিল দাসগুপ্ত,কাজল চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । সভাপতিত্ব করেন নির্মল ভট্টাচার্য ।






No comments:

Post a Comment