Saturday 18 March 2017

স্টীল টাউন ওন ইয়োর ওন হাউস ওনার্স এ্যাসোশিয়েশনের পঞ্চম সম্মেলন ( সপ্তদশ বর্ষ ) অনুষ্ঠিত হল ।

                                                                           

দুর্গাপুর , ১৮ই মার্চ – আজ ইস্পাতনগরীর বিধান ভবনে ইস্পাতনগরীর লিজ প্রাপ্ত কোয়ার্টারের অধিবাসীদের সংগঠন স্টীল টাউন ওন ইয়োর ওন হাউস ওনার্স এ্যাসোশিয়েশনের পঞ্চম সম্মেলন ( সপ্তদশ বর্ষ ) অনুষ্ঠিত হল । ইস্পাতনগরীর ডি.এস.পি ও এ.এস.পি কারখানার ৬০০০ লিজ কোয়ার্টারে ৩৫০০০ হাজার অধিবাসী বসবাস করেন । লিজ কোয়ার্টারের অধিবাসীরা বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হয়ে এই সংগঠন গড়ে তোলেন ।  ডি.এস.পি ও এ.এস.পি কারখানার কর্তৃপক্ষের একতরফা বিভিন্ন সিদ্ধান্তের ফলে লিজ কোয়ার্টারের অধিবাসীরা নানা ভাবে ক্ষতিগ্রস্হ হয়েছেন বলে দাবী করে, সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন  আন্দোলন গড়ে তোলা হয়েছে । কিছু কিছু ক্ষেত্রে সফলতা পেলেও, কর্তৃপক্ষের একগুঁয়েমি মনোভাবের জন্য ফলে লিজ কোয়ার্টারের অধিবাসীদের সমস্যা বেড়েই চলেছে । ইস্পাতনগরীরর নাগরিক পরিষেবায় কর্তৃপক্ষের অবহেলা,আইন-শৃংখলার অবনতি, দুর্গাপুরে একের পর এক কারখানা  বন্ধ হয়ে যাওয়া – এই সবই লিজ কোয়ার্টারের অধিবাসীদের জীবন দুর্বিষহ করছে বলে , আজকের সম্মেলনে আলোচনার সময়ে উঠে আসে। মহিলাদের উপস্হিতি ও আলোচনায় অংশগ্রহন বিশেষ উল্ল্যেখনীয় ছিল ।
এর আগে ,প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় । বক্তব্য রাখতে গিয়ে তিনি দুর্গাপুর বর্তমানে যে ভয়াবহ আর্থ-সামাজিক পরিস্হিতির মুখোমুখি হয়েছে তা তুলে ধরেন । একের পর এক কারখানা বন্ধ হয়ে গেছে । বিলগ্নীকরনের নামে অ্যালয় স্টিল প্ল্যান্ট,ডিপিএল,ডিসিএল তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে । দুর্গাপুর ইস্পাত ও ডি.টি.পি.এস সংকটে ভুগছে। নতুন শিল্প আসছে না । পানীয় জল সহ শিল্পের জলের উৎস দুর্গাপুর ব্যারেজ পলি পড়ে বুজে আসছে । এই পরিস্হিতি তিনি দল-মত নির্বিশেষ সকলের কাছে দুর্গাপুর বাঁচানোর আন্দোলন কে শক্তিশালী করে তোলার আবেদন জানান । এছাড়াও বক্তব্য রাখেন দুর্গাপুর ( পশ্চিম ) এর বিধায়ক বিশ্বনাথ পারিয়াল , বিকাশ ঘটক প্রমূখ । ১২টি সংগঠন এর পক্ষে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখা হয় । ৩৫ জন মহিলা সহ ১১০ জনের ওয়ার্কিং কমিটি নির্বাচিত হয় । সভাপতি নির্বাচিত হয়েছেন মনোজ হাজরা ।














No comments:

Post a Comment