Friday 3 March 2017

অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব কারখানা রক্ষার আহ্বান জানিয়ে ক্রীড়াবিদরা দৌড় এ অংশ নেবেন ।



দুর্গাপুর , ৩রা মার্চ – রাজ্য ও দেশের সাথে  আন্তর্জাতিক স্তরেও  দুর্গাপুরের ক্রীড়াবিদরারা যোগ্যতা প্রদর্শন করেছেন ।দেশের হয়ে অংশ নিয়েছেন , পদক জিতেছন  এশিয়াড ,কমনওয়েলথ গেমস ,সাফ গেমস সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগীতায় ।এই ক্রীড়াবিদরা অনেকে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব কারখানার কাজ করেছেন অথবা করছেন । আবার জন্মসূত্রে অনেক ক্রীড়াবিদ  দুর্গাপুরে তাদের ক্রীড়া জীবনের সূচনা ও বিকাশ ঘটিয়ে প্রতিষ্ঠা পেয়ে অন্যত্র চলে গেলেও দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব কারখানাগুলির টাউনশিপের  উন্নত ক্রীড়া পরিকাঠামো ও ক্রীড়ামোদী মানুষ , ক্রীড়া সংগঠক/ক্লাবের সাথে নাড়ির টান অনুভব করেন । আজ সেই দুর্গাপুরের অস্তিত্বের সংকট । ৬ টি রাষ্ট্রায়ত্ব কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে । কেন্দ্রের মোদি সরকার অ্যালয় স্টিল প্ল্যান্ট ও রাজ্যে তৃণমূল সরকার দুর্গাপুর কেমিক্যালস বিক্রীর সিদ্ধান্ত ঘোষনা করেছে । বিপন্ন দুর্গাপুর ইস্পাত কারখানা, ডিপিএল ও ডিটিপিএস । বিপন্ন ভারতের ‘রূঢ়’ নামে খ্যাত দুর্গাপুর শিল্পাঞ্চল , বিপন্ন মানুষের জীবন-জীবিকা , বিপন্ন ক্রীড়া জগৎ ও ক্রীড়াবিদরা । তাই অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব কারখানা রক্ষায় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা জোট বেঁধেছেন । অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব কারখানা রক্ষার আহ্বান জানিয়ে আগামী ৫ই মার্চ ( রবিবার ) ‘ শিল্প-কর্ম সংস্হান ও ক্রীড়ার ‘ জন্য ২৫ কি.মি ব্যাপি রিলে দৌড়ের আয়োজন করেছে দুর্গাপুর স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন । অ্যালয় স্টিল প্ল্যান্টের স্টেডিয়াম থেকে শুরু হয়ে ইস্পাতনগরী ও দুর্গাপুরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে শেষ হবে দুর্গাপুর ইস্পাত কারখানার নেহেরু স্টেডিয়ামে । বিশিষ্ট ক্রীড়াবিদদের সাথে এই দৌড়ে অংশ নেবেন স্হানীয়  নবীন ক্রীড়াবিদরা । আজ অ্যালয় স্টিল প্ল্যান্টের স্টেডিয়ামের গ্যাল্যারিতে দুর্গাপুর স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনর পক্ষে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানানো হয় । ঐ অনুষ্ঠানে উপস্হিত থাকবেন সুবীর সরকার , অশোকলাল চক্রবর্তী,গোলাম কিব্রিয়া সহ বিশিষ্ট ক্রীড়াবিদরা ।








No comments:

Post a Comment