Tuesday 21 March 2017

বিশ্ব কবিতা দিবসে শিল্প-রক্ষার লড়াই এর পাশে দাঁড়ালেন শিল্পীরা ।




দুর্গাপুর , ২১শে মার্চ – বিপন্ন শিল্প-শহর দুর্গাপুর ,বিপন্ন রুটি-রুজি , বিপন্ন শহরের শিল্প-সংস্কৃতি , শ্রমের বলয় ঘিরে গড়ে ওঠা শ্রমিক সংস্কৃতি । মড়ক এসেছে – এক অন্য মড়ক । শিল্পনগরীতে বন্ধ হয়েছে একে একে ৬টি রাষ্ট্রায়ত্ব কারখানা সহ ২০ টি বেসরকারী কারখানা । হাজার হাজার শ্রমিক কাজ হারিয়েছেন , তাদের পরিবার নিয়ে চরম দুর্দশায় দিন কাটছে । বেকার যুবক-যুবতীরা কাজের খোঁজে দুর্গাপুর ছাড়ছেন । এক গাল দাড়িও ছিল / ডিউটির জন্য ছিল প্যান্ট ,জামা/পায়ে সেফটি বুট ,মাথায় টুপি,হাতে গ্লাবস … ( কবি কেষ্ট চট্টোপাধ্যায়,শ্রমশ্রী মুখের বলয় ) – এই চেনা চিত্র ক্রমশঃ বিলীন হচ্ছে । নতুন করে মৃত্যু পরোয়ানা জারী হয়েছে অ্যালয় স্টিল প্ল্যান্ট,দুর্গাপুর কেমিক্যালস , ফেরো-স্ক্র্যাপ নিগম,ডিপিএল এর কোক-ওভেনের মত রাষ্ট্রায়ত্ব কারখানার । দিন গুনছে দুর্গাপুর ইস্পাত ,ডিটিপিএস । পলি পরে বুঁজে আসছে দুর্গাপুর ব্যারেজ । একদা শাল-মহুয়ার জঙ্গলে ঘেরা যে কুমারী মাটির ঘুম ভেঙ্গেছিল কলের চাকার ঘরঘরানিতে , সেখানে এক একে কারখানার দেউটি নিভেছে যা সুস্হ শিল্প-সংস্কৃতির ধাত্রী গৃহ দুর্গাপুরে সংস্কৃতি-চর্চার ভিত্তিমূলে আঘাত করেছে । শিল্পনগরী রক্ষার জন্য দুর্গাপুরের শিল্পীরা জোট বেঁধেছেন , তৈরী করেছেন ‘সাংস্কৃতিক সমন্বয়’ । বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে ,আজ সন্ধ্যায়   সাংস্কৃতিক সমন্বয় এর পক্ষে  ইস্পাতনগরীর আশীষ মার্কেটে খোলা আকাশের নীচে –  “ শিল্পের জন্য - শিল্পীরা”   অনুষ্ঠানে “ ফিরিয়ে দাও আমার শহর,শ্রমিক সংস্কৃতি” এই  দাবীতে এক অভিনব  কবিতা পাঠের আসরের আয়োজন করে । ৩০ জন শিল্পী আবৃতি করে শোনান । উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক ছিল না । কিন্তু খালি গলাতেও শিল্পীরা উপস্হিত অগুন্তি শ্রোতা-দর্শকদের উদ্বেলিত করে তোলে।প্রতিজ্ঞা-শপথে শিল্পী ও দর্শক কূল শিল্পনগরীর বাঁচানোর লড়াই শক্তিশালী করার বার্তা দিল।










No comments:

Post a Comment