Wednesday 22 March 2017

ইস্পাতনগরীতে সি.পি.আই.(এম) এর মিছিলে হামলা ।




                         [ এই শান্তিপূর্ন মিছিলে হামলা চালায় তৃণমূলী দুষ্কৃতিরা । ]


                       [ প্রথম হামলা প্রতিরোধ করে মিছিল এগিয়ে চলেছে ।]

দুর্গাপুর , ২২শে মার্চ – আজ পড়ন্ত বিকালে, ইস্পাতনগরীতে সি.পি.আই.(এম) এর মিছিলে অতর্কিতে হামলা চালালো তৃণমূলী দুষ্কৃতিরা। ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির ডাকে , ইস্পাতনগরীর এ-জোন ও বি-জোন অঞ্চলে , নারদা-কান্ডে অভিযুক্তদের শাস্তির দাবীতে,সরকারী টাকায় নারদা-কান্ডে মামলা লড়ার বিরুদ্ধে ও জেল হেফাজতে এস.এফ.আই নেত্রীদের উপর বর্বোরিচিত আচরনের প্রতিবাদে দুটি মিছিল যথাক্রমে আশীষ মার্কেট ও বি.টি.রণদিভে ভবন থেকে শুরু হয় । বি-জোনের মিছিল নির্বিঘ্নে চন্ডিদাস বাজারে শেষ হয় । কিন্তু এ-জোনের মিছিল রবীন্দ্র ভবনের কাছে ডিভিসি মোড়ে পৌঁছালে ,তৃণমূলী দুষ্কৃতিরা হামলা চালায় । হামলায় এক জন আহত হয় । কিন্তু পার্টি কর্মীরা বীরত্বপূর্ণ প্রতিরোধ করেন এবং মিছিল চলতে শুরু করে । এত ক্ষিপ্ত হয়ে , তৃণমূলী দুষ্কৃতিরা আবার হামলা চালায় ।প্রতিরোধও তৈরি হয় । বিশেষ করে মহিলা পার্টি কর্মীরা বীরত্বপূর্ণ প্রতিরোধ করেন । দ্বিতীয়বারের হামলায় আরও চার জন আহত হয় । পুলিশ কে জানানো হলে ,দেরীতে এসে পৌঁছায় । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে , অবিলম্বে দোষীদের গ্রেফ্তারের দাবী জানানো হয়েছে।



[ বি-জোনের মিছিল । ]

No comments:

Post a Comment