Sunday 26 March 2017

দুর্গাপুরের কারখানা বাঁচানোর লড়াই এর পাশে দাঁড়ালো ‘সেভ ডেমোক্র্যাসি’ ।



দুর্গাপুর,২৬শে মার্চ – রুটি-রুজির অধিকার ,গনতন্ত্রের অন্যতম অধিকার ।  দুর্গাপুরের কারখানা বাঁচলেই , দুর্গাপুর শহর রক্ষা পাবে,রাজ্যের অর্থনীতি বাঁচবে । তাই অ্যালয় স্টিল বাঁচানোর লড়াই,কারখানা বাঁচানোর লড়াই এর পাশে জোড়ালো ভাবে থাকবে ‘সেভ ডেমোক্র্যাসি ওয়েষ্ট বেঙ্গল’। আজ দুর্গাপুরে ভীড়ে ঠাসা সৃজনী প্রেক্ষাগৃহে এক আলোচনা সভায় এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন সংস্হার নেতৃবৃন্দ । এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভূমিকা কে তুলোধোনা করে সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী অশোক গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন যে দুর্গাপুর এর একে একে কারখানা বন্ধ হয়ে যাওয়া রুখতে মুখ্যমন্ত্রী কি ভূমিকা পালন করেছেন ? কেন্দ্রীয় সরকার যখন অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রী করে দিতে উদ্যোত,তখন তিনি তার বিরোধীতা করার বদলে নিশ্চুপ ! এ কিসের ইঙ্গিত ? উল্টে অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও আন্দোলনের নেতৃত্বের উপর নৃশংস আক্রমনে করা হয়েছে । রাজ্য সরকারের সংস্হা ডিপিএল এর কোক ওভেন ও দুর্গাপুর কেমিক্যালস বিক্রী করার সিদ্ধান্ত নিয়ে প্রকারন্তরে মমতা ব্যানার্জী মোদী সরকার কে অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রীর রাস্তা  দেখিয়ে দিচ্ছেন । আসন্ন দুর্গাপুর পৌর নিগমের নির্বাচনে ভোট লুঠের ষড়যন্ত্র করা হচ্ছে । এ বিষয়ে দুর্গাপুরের মানুষ কে ঐক্যবদ্ধ হয়ে সজাগ থাকার আবেদন জানিয়ে তিনি বলেন এখন থেকেই ‘সেভ ডেমোক্র্যাসি’ এ বিষয়ে নজরদারি চালাবে । রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব অর্ধেন্দু সেন কটাক্ষের সুরে বলেন যে ‘ সততার’ ভাঁড়ারে টান পড়েছে,তাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ইমেজ ধার করতে হয়েছে । মুখ্যমন্ত্রী নারদ কান্ডে সুপ্রীম কোর্টের রায় কে ‘গঠনমূলক’ বলার পরে ,মনিপুরে সরকার গঠনে বিজেপি কে তৃণমূলের সমর্থনই বুঝিয়ে দিয়েছে কি হতে চলেছে । এ ছাড়াও বক্তব্য রাখেন ভারতী মুৎসুদ্দি , দিপালী ভট্টাচার্য ও মিতা চক্রবর্তী । রাজ্যে ক্রমবর্ধমান হিংসা,শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য, ধর্ষন ও অ্যাসিড হামলা, নারী ও শিশু পাচার ও বিশেষ করে নারীদের উপর ভয়াবহ অত্যাচার ও অসম্মান এর প্রসঙ্গ টেনে , আলোচকরা এই চরম নৈরাজ্যের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদে নামার জন্য আবেদন জানান । সংগঠনের রাজ্য আহ্বায়ক অধ্যাপক চঞ্চল চক্রবর্তী বলেন যে ‘সেভ ডেমোক্র্যাসি ওয়েষ্ট বেঙ্গল’ এর লক্ষ্য হল ধর্মনিরপেক্ষতা,গনতন্ত্র ও সমাজতন্ত্র । সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও সংগঠন জনমত গঠন করবেন ।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের দুর্গাপুর শাখার পক্ষে রঞ্জিত মুখার্জী ও সোমনাথ গাঙ্গুলী । সঞ্চালনা করেন সুব্রত সিনহা ।
আলোচনা সভার শুরুতে,অনবদ্য গান শুনিয়ে দর্শক কুলকে মাত করে দেন তরুন গণসংগীত শিল্পী অভিনব চট্টরাজ ।






















No comments:

Post a Comment