Wednesday 29 March 2017

অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রীর সিদ্ধান্ত বাতিলের দাবীতে আন্দোলন আরও শক্তিশালী করার ডাক দিল নাগরিক কনভেনশন ।




দুর্গাপুর,২৯শে মার্চ – আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর দেশবন্ধু ভবনে  যৌথ ট্রেড ইউনিয়ন মঞ্চের আহ্বানে নাগরিক কনভেনশন থেকে অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রীর সিদ্ধান্ত বাতিল সহ ৪ দফা দাবীতে  আন্দোলন আরও প্রসারিত ও শক্তিশালী করার ডাক দেওয়া হয় । ইতিমধ্যেই যৌথ ট্রেড ইউনিয়ন মঞ্চের পক্ষ থেকে অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও আন্দোলন দুর্গাপুর সহ গোটা রাজ্য জুড়ে সাড়া ফেলে দিয়েছে । মোদি সরকারে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলে-র বিশেষ ইস্পাত উৎপাদনকারী দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট,সালেম ও ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট কে বিক্রী করার সিদ্ধান্ত নিয়েছে । এর বিরুদ্ধে  সেইলে-র শ্রমিকদের  যৌথ ট্রেড ইউনিয়ন মঞ্চ আগামী ১১ই এপ্রিল অ্যালয় স্টিল প্ল্যান্ট,সালেম ও ভদ্রাবতী স্টিল প্ল্যান্টে সর্বাত্মক ধর্মঘটের এবং সেইলে-র অন্য স্টিল প্ল্যান্ট,খনি সহ সমস্ত ইউনিটে এই ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে  ২ ঘন্টার কর্মবিরতি সহ বিক্ষোভ-প্রতিবাদের  ডাক দিয়েছে । এদিকে , কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চ থেকে আগামী ৩রা এপ্রিল কলকাতার রানী রাসমনি রোডে গণ-জমায়েত ও অবস্হান এবং রাজ্যপালের কাছে ডেপুটেশনের কর্মসূচী নেওয়া হয়েছে । আজকের নাগরিক কনভেনশন থেকে ৩রা এপ্রিল কলকাতা চলো কর্মসূচী ও ১১ই এপ্রিল এর ধর্মঘট কে সর্বাত্মক করে তোলার জন্য আবেদন জানানো হয় । বক্তব্য রেখেছেন রথীন রায় ,সন্তোষ দেবরায়,বিকাশ ঘটক,পি.কে.দাস ,অনীত মল্লিক, বিশ্বরূপ ব্যানার্জী ও অসীম সাহা ।
অন্যদিকে , সুখবিলাস বর্মার নেতৃত্ব ৪ সদস্যের বিধানসভার পাওয়ার অ্যান্ড নন-কনভেনশনাল এনার্জি রিসোর্স স্ট্যান্ডিং কমিটি রাজ্য সরকারের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্হা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড ( ডিপিএল) পরিদর্শন করল ২৮-২৯ মার্চ । ছিলেন স্হানীয় দুর্গাপুর(পশ্চিম)-এর বিধায়ক বিশ্বনাথ পারিয়ালও ।ভয়াবহ চিত্র উঠে আসে । ডিপিএল এর কোকওভেন ইউনিট গত ২০১৫ সালের জুলাই মাস থেকে বন্ধ ।১,২ ও ৩ নং ইউনিট চিরতরের জন্য বন্ধ ।৩,৪ ও ৫ নং ইউনিটও একই অবস্হা । চালু ৭ ও ৮ নং ইউনিট বেশীর সময়ে পালা করে চলে । ডিপিএল এর সি.আই.টি.ইউ ,আই.এন.টি.ইউ.সি ও আই.এন.টি.টি.ইউ.সি এবং অফিসার্স অ্যাসোশিয়েশনের প্রতিনিধি দল আলাদা আলাদা ভাবে স্ট্যান্ডিং কমিটির সাথে দেখা অবিলম্বে ডিপিএল বাঁচাতে রাজ্য সরকারের প্রয়োজনীয় হস্তক্ষেপ দাবী করেছেন । স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য ও দুর্গপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় শ্রমিক ইউনিয়ন গুলি ও অফিসার্স অ্যাসোশিয়েশন কে ডিপিএল বাঁচাতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পরামর্শ দিয়েছেন ।





No comments:

Post a Comment