Thursday 23 March 2017

গতকাল মিছিলে তৃণমূলের হামলার প্রতিবাদে আবার মিছিল ।



দুর্গাপুর , ২৩শে মার্চ – ২৪ ঘন্টা কাটেনি ! তার মধ্যেই গতকাল ইস্পাতনগরীতে মিছিলের উপর হামলার প্রতিবাদে, নারদ-কান্ডে দোষীদের শাস্তির দাবীতে,ঘুষখোরদের পাশে দাঁড়িয়ে জনগনের পয়সায়  রাজ্য সরকারের মামলা করার বিরুদ্ধে ও জেল হেফাজতের এস.এফ.আই নেত্রীদের প্রতি বর্বর আচরনের প্রতিবাদে লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নামল । গতকাল ইস্পাতনগরীতে একই দাবীতে ২ টি মিছিল হয় । কিন্তু এ-জোনের মিছিলে তৃণমূলীরা হামলা চালায় । ঘুষখোরদের বিরুদ্ধে ,নারদ-কান্ড নিয়ে কিছু বলা যাবে না,’দিদি-র’ নির্দেশ আছে – এই হুংকার ছেড়ে পরিচিত তৃণমূলী দুষ্কৃতি হামলা চালালে,প্রতিরোধ করেই মিছিল এগোতে থাকে । এতে ক্ষিপ্ত হয়ে ,সারা দুর্গাপুরের কুখ্যাত দুষ্কৃতিদের জুটিয়ে এনে আবার হামলা চালায় । কিন্তু এবারও প্রতিরোধ হয়,বিশেষ করে মহিলারা বীরত্বপূর্ন প্রতিরোধ করেন । আসলে , তৃণমূলীরা ভয়াবহ আক্রমন চালিয়েও ‘লালনগরী’ দুর্গাপুরকে দমতা পারছে না । ২০১১ সালের পরে ২ জন পার্টি কর্মী খুন হয়েছেন, শতাধিক গুরুতর আহত হয়েছেন, শতাধিক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে । জোর করে দখল করেছে ব্যাঙ্ক ও সমবায় গুলিকে । সি.আই.টি.ইউ করার অপরাধে কেবলমাত্র দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে ৩৫০০ ঠিকা-শ্রমিক কে উচ্ছেদ করা হয়েছে । আক্রান্ত হয়েছে আশীষ-জব্বর ভবন,বি.টি.রনদিভে ভবন । ভাঙ্গচুর ও পোড়ানো হয়েছে অথবা দখল করা হয়েছে পার্টি ও বিভিন্ন গন-সংগঠনের দফ্তর । কিন্তু দুর্গাপুরের সংগ্রামী মানুষ ও লাল ঝান্ডা কে দমানো যায় নি । মানুষ সুযোগ পেয়ে তৃণমূল কে পরাস্ত করেছেন দুর্গাপুর ইস্পাত কারখানার কারখানার শ্রমিক ইউনিয়ন নির্বাচনে এবং দুর্গাপুরের ২ টি বিধানসভা কেন্দ্রেই । আজ যখন কেন্দ্র ও রাজ্য উভয় সরকার কারখানা বন্ধ করে দুর্গাপুর কে ভাতে মারতে চাইছে,জেলা ভাগ করে দুর্গাপুর কে গুরুত্বহীন করতে চাইছে , ধর্মের নামে মানুষ কে ভাগ চাইছে – তখন তার বিরুদ্ধে গড়ে ওঠা ঐক্যবদ্ধ গন আন্দোলনের অন্যতম চালিকা-শক্তি লাল ঝান্ডা । স্বাভাবিকভাবেই  দুর্গাপুরে নারদ-কান্ডে দোষীদের শাস্তির দাবীতে ও গনতন্ত্র রক্ষার আন্দোলন আরও জোরদার হতে যাচ্ছে আঁচ করেই গতকালের পরিকল্পিত আক্রমন ।কিন্তু লাল ঝান্ডা যে দমে যাবে না , আজ বিকালে সেইল সমবায় অঞ্চলে , পার্টির ইস্পাত জোনালের ডাকে - গতকাল ইস্পাতনগরীতে মিছিলের উপর হামলার প্রতিবাদে, নারদ-কান্ডে দোষীদের শাস্তির দাবীতে,ঘুষখোরদের পাশে দাঁড়িয়ে জনগনের পয়সায়  রাজ্য সরকারের মামলা করার বিরুদ্ধে ও জেল হেফাজতের এস.এফ.আই নেত্রীদের প্রতি বর্বর আচরনের প্রতিবাদে এক মিছিল সেইল সমবায় অঞ্চলে পরিক্রমা করে , সেই কথা আবার বুঝিয়ে দিল । মিছিলে উপস্হিত ছিলেন পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য ও সুবীর সেনগুপ্ত ।



No comments:

Post a Comment