Friday 14 July 2017

সেইল সমবায় আবাসন এর সমবায় নির্বাচনে বামপন্থী ও প্রগতিশীল প্রার্থীদের বিপুল জয় ।



দুর্গাপুর,১৪ই জুলাই : সেইল সমবায় আবাসন এর  সার্ভিস কো-অপাঃ “ দুর্গাপুর সেইল এমপ্লয়িজ প্রাইমারী কমন সার্ভিস সোসাইটি লিমিটেড “ এর বোর্ড নির্বাচনে  বামপন্থী ও প্রগতিশীল প্রার্থীরা বিপুল জয় পেলেন । বর্তমানে এই সমিতির মোট সদস্য সংখ্যা ১৪৪২ । মোট ৬০ জন প্রতিনিধি সহ ৩৩ কেন্দ্রের নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২৪শে জুলাই । গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে । মনোনয়ন পত্র পরীক্ষার পর দেখা যায় যে  মোট ৬০ জন প্রতিনিধির মধ্যে  ৫১ জন বামপন্থী ও প্রগতিশীল প্রার্থী ২৯টি কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন । বাকী চারটি কেন্দ্র সহ ৮টি আসনের জন্য নির্বাচন হবে আগামী ২৪ জুলাই । প্রসংগত , গত ২০০৮ সাল থেকে বামপন্থী ও প্রগতিশীলরা এই সমবায়ের বোর্ড নির্বাচন লাগাতার জয় লাভ করে বোর্ড পরিচালনা করছেন । এই সমবায়ের পক্ষ থেকে সমবায় অঞ্চলে রাস্তার আলোর রক্ষনাবেক্ষন , জল-বিদ্যুৎ-নিকাশী ব্যবস্হার মেরামতি,জঞ্জাল অপসারনের মত গুরুত্বপূর্ন নাগরিক পরিষেবা দেওয়া হয় ।
গত ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে , দুর্গাপুরে সমাবায় ব্যাঙ্ক-ক্রেতা সমবায়-ক্রীড়া সংস্হা ও পৌর নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে শাসকদল ভয়াবহ সন্ত্রাস চালিয়ে কার্যতঃ বামপন্হীদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেয় নি । এই সমবায়ের পরিচালন সমিতির নির্বাচন নিয়েও নানা টালবাহনা শুরু হয় । অবশেষে গত ৫ই এপ্রিল ভোট গ্রহনের দিন ঘোষিত হলেও পরে রাজ্য সরকারের সমবায় দফ্তর থেকে ভোট গ্রহন স্হগিত রাখা হয় । এই অবস্হায় পরিচালন সমিতির পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্হ হলে কোর্ট অবিলম্বে নির্বাচনের দিন ঘোষনার নির্দেশ দিলেও অযথা কালক্ষেপ করে বলে অভিযোগ করেন বিদায়ী পরিচালন সমিতির সম্পাদক মনোজ চক্রবর্তী ও ভাইস চেয়ারম্যান সুদর্শন মজুমদার । তার দাবী করেন যে জনগনের এই রায় বিদায়ী পৌর বোর্ড (দুর্গাপুর নগর নিগম ) এর পৌর পরিষেবার ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থতা,রাজ্য সরকারের সমবায় পরিচালনায় পর্বত-প্রমান গাফিলতির বিরুদ্ধে এবং সমবায় পরিচালনায় বামপন্থী ও প্রগতিশীলদের ঐকান্তিক ও নীতিনিষ্ঠ প্রচেষ্টার পক্ষের রায় । দুর্গাপুর পৌর নির্বাচনের পূর্বক্ষনে,  দুর্গাপুর নগর নিগমের বিদায়ী মেয়র তৃণমূলের অপূর্ব মুখোপাধ্যায়ের নিজের ওয়ার্ডে ( ২২নং ওয়ার্ড ) বামপন্থী ও প্রগতিশীলদের এই বিশাল জয় বিশেষ ইঙ্গিতপূর্ন বলে মানুষ মনে করছেন ।

দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় এই জয়ের জন্য সেইল সমবায় অঞ্চলের নাগরিকদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ।

No comments:

Post a Comment