Friday 21 July 2017

ইস্পাতনগরীতে আসন্ন পৌরভোট কে কেন্দ্র করে শুরু হয়েছে বামফ্রন্টের জোরদার প্রচার ।




দুর্গাপুর,২১শে জুলাই : আগামী ১৩ই আগষ্ট দুর্গাপুর নগর নিগমের নির্বাচন । 
বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার সাথে সাথে ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলে  আসন্ন পৌরভোট কে কেন্দ্র করে শুরু হয়েছে বামফ্রন্টের জোরদার প্রচার । জোর দেওয়া হয়েছে ঘরে ঘরে যাওয়ার কর্মসূচীতে । তৃণমূলের চরম সন্ত্রাসের বলি ইস্পাতনগরীর ও সংলগ্ন অঞ্চলের বহু মানুষ । সি.আই.টি.ইউ করার অপরাধে কাজ হারিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানা – টাউনশীপ – মনেট কারখানার হাজার হাজার শ্রমিক ।  দুর্গাপুর শিল্পাঞ্চলের বিশেষ করে ইস্পাত শিল্পের সংকট , ইস্পাতনগরীর জল-বিদ্যুৎ-রাস্তা-নিকাশী ব্যবস্হা সহ সামগ্রিক পরিষেবায় মোক্ষম আঘাত হেনেছে । তার সাথে যুক্ত হয়েছে গত ৫ বছরে তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগমের ধারাবাহিক ব্যর্থতা ও দূর্ণীতি । পাশাপাশি , ইস্পাতনগরী সহ সমগ্র দুর্গাপুরে বামফ্রন্ট আমলের উন্নয়নের উজ্জ্বল উপস্হিতি আজও মানুষের মধ্যে উন্নয়নের বিকল্প পন্হার সন্ধান দিচ্ছে । বামফ্রন্টের প্রকাশিত ইস্তাহারে  বিকল্প  উন্নয়নের সুনির্দিষ্ট পরিকল্পনা প্রনোয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । সেই পরিকল্পনার কথা বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন বামফ্রন্টের প্রার্থী-কর্মী-সমর্থক-নেতৃত্ব । মানুষের সমর্থনের উষ্ণ সাড়াও মিলছে ।

১০ নং ওয়ার্ড – ইস্পাতনগরীর শিবাজী রোড – রাণা প্রতাপ রোড ও অশোক এভিন্যু জুড়ে এই ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী সি.পি.আই.(এম ) এর কালীশংকর ব্যানার্জী ডি.এস.পি-র বিদ্যুৎ সরবরাহক সংস্হা এন.এস.পি.সি.এল এর অবসরপ্রাপ্ত শ্রমিক । শ্রমিক নেতা ও ক্রীড়া-শিশু-সাংস্কৃতিক সংগঠক কালীশংকর ব্যানার্জী  নিজের ওয়ার্ড তো বটেই সারা দুর্গাপুরে অতি পরিচিত নাম । মাটির মানুষ হিসেবে পরিচিত ও ওয়ার্ডের বাসিন্দাদের কাছে অতি পরিচিত  কালীশংকর ব্যানার্জী-র পক্ষে জোরদার প্রচারে সাধারন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দিচ্ছেন । অন্য ওয়ার্ডের বাসিন্দা বিদায়ী তৃণমূলের কাউন্সিলার কে এলাকায় বিগত পৌর নির্বাচনের পর প্রায় দেখতে পাওয়া যায় নি বলে ওয়ার্ডের মানুষ ক্ষোভ  উগরে দিচ্ছেন। বামফ্রন্টের প্রার্থী সি.পি.আই.(এম ) এর কালীশংকর ব্যানার্জী জানিয়েছেন যে ভোটে জিতলে বামফ্রন্টের নির্বাচনী ইস্তাহারে নির্দেশিত উন্নয়নের কাজ করার সাথে সাথে এলাকার উন্নয়নের কতকগুলি বিষয়ে অগ্রাধীকারের ভিত্তি কাজ করতে চান । রাণা প্রতাপ রোড ও অশোক এভিন্যু এর ভাঙ্গা রাস্তার দ্রুত মেরামতির জন্য ডি.এস.পি-র উপর চাপ সৃষ্টি , রাত হলেই বর্তমানে পরিত্যক্ত শিবাজী রোডের ‘ফুলবাগান’ ( নার্সারী ) ও বয়েজ স্কুল কে সমাজবিরোধীদের আস্তানায় পরিনত হওয়ার হাত থেকে রক্ষা করা , আশীষ মার্কেট বাজারের উন্নয়ন , বস্তি উন্নয়নের সহ একগুচ্ছ কাজ অগ্রাধীকারের ভিত্তি করতে চান বলে তিনি জানিয়েছেন ।


No comments:

Post a Comment