Thursday 27 July 2017

সেইল সমবায় আবাসন এর সমবায় নির্বাচনে বামপন্থী ও প্রগতিশীল প্রার্থীদের বিপুল জয় ।




দুর্গাপুর,২৭শে জুলাই : সেইল সমবায় আবাসন এর  সার্ভিস কো-অপাঃদুর্গাপুর সেইল এমপ্লয়িজ প্রাইমারী কমন সার্ভিস সোসাইটি লিমিটেডএর বোর্ড নির্বাচনে  বামপন্থী প্রগতিশীল প্রার্থীরা বিপুল জয় পেলেন
গত ২০০৮ সাল থেকে বামপন্থী প্রগতিশীলরা এই সমবায়ের বোর্ড নির্বাচন লাগাতার জয় লাভ করে বোর্ড পরিচালনা করছেন এই সমবায়ের পক্ষ থেকে সমবায় অঞ্চলে রাস্তার আলোর রক্ষনাবেক্ষন , জল-বিদ্যুৎ-নিকাশী ব্যবস্হার মেরামতি,জঞ্জাল অপসারনের মত গুরুত্বপূর্ন নাগরিক পরিষেবা দেওয়া হয়
 ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে , দুর্গাপুরে সমাবায় ব্যাঙ্ক-ক্রেতা সমবায়-ক্রীড়া সংস্হা পৌর নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে শাসকদল ভয়াবহ সন্ত্রাস চালিয়ে কার্যতঃ বামপন্হীদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেয় নি
শাসকদলের প্রার্থীদের পরাজয় নিশ্চিত জেনে  এই সমবায়ের পরিচালন সমিতির নির্বাচন নিয়েও নানা টালবাহনা শুরু হয় অবশেষে গত ৫ই এপ্রিল ভোট গ্রহনের দিন ঘোষিত হলেও পরে রাজ্য সরকারের সমবায় দফ্তর থেকে ভোট গ্রহন স্হগিত রাখা হয় এই অবস্হায় পরিচালন সমিতির পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্হ হলে কোর্ট অবিলম্বে নির্বাচনের দিন ঘোষনার নির্দেশ দিলেও রাজ্য সরকারের সমবায় দফ্তর অযথা কালক্ষেপ করে বলে অভিযোগ
  বর্তমানে এই সমিতির মোট সদস্য সংখ্যা ১৪৪২ মোট ৬০ জন প্রতিনিধি সহ ৩৩ কেন্দ্রের নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৪শে জুলাই মোট ৬০ জন প্রতিনিধির মধ্যে  ৫১ জন বামপন্থী প্রগতিশীল প্রার্থী ২৯টি কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছেন বাকী চারটি কেন্দ্র সহ ৮টি আসনের জন্য নির্বাচন হয় ২৪ জুলাই বামপন্থী প্রগতিশীল প্রার্থীরা ৪ টি আসনে জয় লাভ করেন
প্রসংগত , গুটি কয়েক সদস্যের আবেদনের ভিত্তিতে গত ৯ই জুলাই,২০১৭ থেকে এ.আর.সি.এস এর পক্ষ থেকে সোসাইটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে সব রকমের পরিষেবা বন্ধ করার চক্রান্ত করা হয়েছে । এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু না হওয়ায় প্রতিদিনের পরিষেবায় নিদারুন ব্যাঘাত ঘটছে।
জনগনের এই রায় প্রকৃত পক্ষে বিদায়ী পৌর বোর্ড (দুর্গাপুর নগর নিগম ) এর পৌর পরিষেবার ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থতা,রাজ্য সরকারের সমবায় পরিচালনায় পর্বত-প্রমান গাফিলতির বিরুদ্ধে এবং সমবায় পরিচালনায় বামপন্থী প্রগতিশীলদের ঐকান্তিক নীতিনিষ্ঠ প্রচেষ্টার পক্ষের রায় বলে রাজনৈতিক মহল মনে করছে দুর্গাপুর পৌর নিগমের নির্বাচনের পূর্বক্ষনেবিদায়ী মেয়র তৃণমূলের অপূর্ব মুখোপাধ্যায়ের নিজের ওয়ার্ডে ( ২২নং ওয়ার্ড ) বামপন্থী প্রগতিশীলদের এই বিশাল জয় বিশেষ ইঙ্গিতপূর্ন বলে মানুষ মনে করছেন

  দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় এই জয়ের জন্য সেইল সমবায় অঞ্চলের নাগরিকদের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেছেন যে দুর্গাপুর পৌর নিগমের নির্বাচনের প্রাক্কালে বাম ও প্রগতিশীল প্রার্থীদের এই বিপুল জয় , আসন্ন নির্বাচনে  মানুষ কে অনুপ্রানিত করবে । 

No comments:

Post a Comment