Saturday 8 July 2017

দুর্গাপুরের মানুষের কাছে আসামীর কাঠগড়ায় তৃণমূল-বিজেপি : নেতৃবৃন্দ




দুর্গাপুর ,৮ই জুলাই : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর নেতাজী ভবনে আসন্ন দুর্গাপুর পৌর নিগমের  নির্বাচন উপলক্ষ্য আয়োজিত পার্টি কর্মীসভায় এই কথা বলেন পার্টির রাজ্য কমিটির সদস্য অমল হালদার । তিনি  অভিযোগ করেন যে দেশের অর্থনীতিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার । রাজ্যে তার দোসর হিসাবে কাজ করছে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল সরকার । আর এই নীতির ভয়াবহ ফল প্রত্যক্ষ ভাবে দেখছে দুর্গাপুরের মানুষ । মোদি সরকার  রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র কে পাকাপাকি ভাবে কর্পোরেট হাউস গুলোর হাতে  তুলে দিতে চাইছে । রাজ্যের তৃণমূল সরকার একই পথের পথিক । ফলে দুর্গাপুর শুকিয়ে মরতে বসেছে । তাই আসন্ন দুর্গাপুর পৌর নিগমের  নির্বাচনে দুর্গাপুরের মানুষের কাছে আসামীর কাঠগড়ায় তৃণমূল-বিজেপি । নোট-বদল ও তথাকথিত গো-মাংস খাওয়ার বিরুদ্ধে মোদি সরকারের বিরোধিতা সারা দেশে কৃষি অর্থনীতি কে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে । কর্মংসংস্হান অস্বাভাবিক ভাবে হ্রাস পেয়েছে । এমন কি তথ্য-প্রযুক্তি শিল্পে আগামী তিন বছরে ৬ লক্ষ কর্মী ছাঁটাই হতে চলেছে । রাজ্যে নতুন কোন শিল্প হচ্ছে না । বামফ্রন্ট সরকারের সময়ে যা শিল্প হয়েছিল , তার বাইরে গত ৬ বছরে নতুন কোন শিল্প হয় নি । দুর্গাপুরেও  নতুন কোন শিল্প হয় নি । সম্পূ্র্ন জন-বিরোধী এই দুই সরকার তাই জনগনের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য সাম্প্রায়িকতা ও বিভেদামী শক্তি কে মদত দিচ্ছে । পার্টি ও জনগন কে এর বিরুদ্ধে সতর্ক থাকাতে হবে ।  একই ভাবে বামফ্রন্ট সরকারের আমলে দুর্গাপুর নোটিফায়েড এরিয়া ও দুর্গাপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এর মাধ্যমে যে উন্নয়নের কাজ হয়েছে তার ছিঁটেফোটাও নিষ্কর্মা ও দূ্র্ণীতিগ্রস্হ তৃণমূল পরিচালনাধীন বোর্ডের কাছে মানুষ পায় নি । এর বিরুদ্ধে আসন্ন দুর্গাপুর পৌর নিগমের  নির্বাচনে লড়াই এ বামফ্রন্টের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে পার্টির পশ্চিম বর্ধমান জেলা সাংগঠনিক কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ চ্যাটার্জী বলেন শ্রমিক আন্দোলনের পীঠস্হান দুর্গাপুরের দিকে সারা রাজ্যের মানুষ তাকিয়ে আছেন ।

সভার শুরুতে কমরেড জ্যোতি বসুর ১০৩-তম জন্মদিবস উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় । দুর্গাপুরের শ্রমিক আন্দোলনে কমরেড জ্যোতি বসুর অসামান্য ভূমিকার কথা আলোচনা করেন পশ্চিম বর্ধমান জেলা সাংগঠনিক কমিটির সদস্য ও দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় । 






No comments:

Post a Comment