Sunday 30 July 2017

দুর্গাপুরে পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডে বামফ্রন্টের মহিলা প্রার্থীর বাড়ীতে লাগাতার হামলা ।




দুর্গাপুর , ৩০শে জুলাই : গত কাল সন্ধ্যায় ১নং ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী সি.পি.আই.( এম ) এর  জয়শ্রী দে বিশ্বাস কে এলাকার তৃণমূলের নেতা হিসাবে পরিচিত বিশু ওরফে বিশ্বজিৎ চ্যাটার্জীর নেতৃত্বে  একদল তৃণমূলী দুষ্কৃতি ধোবিঘাটে তার বাড়ীর সামনে তাকে ভীতি প্রদর্শন ও যথেচ্ছ গালি-গালাজ করে নির্বাচনী প্রচারে না বেরোনোর ফতেয়া দেয় । সেই সময়ে  জয়শ্রী দে বিশ্বাস রঘুনাথপুর ও মধু পল্লি থেকে নির্বাচনী প্রচার সেরে ফিরছিলেন । ইতিমধ্যেই সন্ত্রাস-কবলিত ১নং ওয়ার্ডে সি.পি.আই.( এম ) কর্মীরা সমস্ত হুমকি উপেক্ষা করে বাড়ী বাড়ী গিয়ে প্রচার চালাচ্ছেন । রাতে তৃণমূলী দুষ্কৃতিরা জয়শ্রী দে বিশ্বাস এর বাড়ী তে দফায় দফায় হামলা চালায় এবং তাকে ও তার পরিবারের সদস্যদের শাসানি দেয় । প্রার্থী ও তার স্বামী পার্টি কর্মী বাপ্পা দে কে নির্বাচনী প্রচারে না বেরোনোর জন্য হুমকি দেয় । আজ সকালে দুর্গাপুর  থানায় প্রার্থী জয়শ্রী দে বিশ্বাস লিখিত অভিযোগ দায়ের করেন । পরে এস.ডি.ও তথা মুখ্য রিটার্নিং অফিসার শংখ সাঁতরা কাছে পার্টি নেতা নির্মল ভট্টাচার্য ও জয়শ্রী দে বিশ্বাস সবিস্তারে গতকাল প্রার্থীর বাড়ীতে হামলা ও ১নং ওয়ার্ডে তৃণমূলের সন্ত্রাসের বিবরন তুলে ধরেন । পরে নির্মল ভট্টাচার্য জানান যে এস.ডি.ও হামলার বিষয়ে ব্যবস্হা গ্রহনের জন্য দুর্গাপুর পুলিশ কমিশারিয়েটর কাছে উথ্থাপন করবেন বলে জানিয়েছেন । তিনি আরও জানান সন্ত্রাস প্রতিহত করে প্রচার চলবে । বামফ্রন্টের প্রার্থী জয়শ্রী দে বিশ্বাস পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে তৃণমূলের সন্ত্রাসের কাছে কোন মতেই মাথা নত করবেন না ও নির্বাচনী প্রচার চলবে ।

দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় এই ঘটনা কে ন্যক্কারজনক আখ্যা দিয়ে বলেছেন যে আসন্ন পৌর নির্বাচনে ভরাডুবির আশংকা করে তৃণমূল সন্ত্রাসের রাস্তা ধরেছে । কিন্তু দুর্গাপুরের মানুষ সন্ত্রাস প্রতিরোধ করতে দৃঢ়প্রতিজ্ঞ ।


No comments:

Post a Comment