Sunday 2 July 2017

অবিলম্বে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন সহ ৫ দফা দাবীতে ইস্পাতনগরীতে বিশাল মিছিল ।



দুর্গাপুর , ২রা জুলাই : দুর্গাপুর নগর নিগমের মেয়াদ ফুরিয়ে গেলেও  নির্বাচনের দিন ঘোষনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোন হেলদোল নেই । গত ২০১২ সালে পৌর নির্বাচনে দুর্গাপুর নগর নিগম তৃণমূলের ‘ দখলে ‘ আসে । গত ৫ বছর ধরে তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের বিরুদ্ধে বিরোধীরা বারে বারে পর্বত-প্রমান দূর্ণীতি ও চরম অকর্মন্যতার অভিযোগ তুলেছে । এখন তৃণমূল দলের মধ্য থেকেই এই অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে । এমন কি ‘মাফিয়া-যোগ’ এর অভিযোগ নিয়ে তৃণমূলের অন্দরে সরগরম । ‘প্রাক্তন’ মেয়র গত বিধান সভা নির্বাচনে দুর্গাপুর ( পশ্চিম ) কেন্দ্রে বিপুল ভোটে পরাস্ত হয়েছেন । দুর্গাপুর ( পূর্ব ) কেন্দ্রেও সি.পি.আই( এম ) প্রার্থী সন্তোষ দেবরায়  জয়ী হয়েছিলেন । ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের ১০টি ওয়ার্ডেই তৃণমূল বিপুল ভোটে পিছিয়ে আছে । ইতিহাস বলছে যে ২০১১ সালের পর থেকে যখনই নির্বাচন হয়েছে , তখন ভোটাধীকার প্রয়োগ করার সুযোগ পেলেই দুর্গাপুরের মানুষ তৃণমূল কে পরাস্ত করে বাম-গনতান্ত্রিক প্রার্থীদের জয়ী করেছে । অন্যদিকে কেন্দ্রের ও রাজ্য সরকারের নীতির জন্য দুর্গাপুর শিল্পাঞ্চল শুকিয়ে মরতে বসেছে । রাষ্ট্রায়ত্ব কারখানা ( ৬টি ) সহ ২৫ টি কারখানা বন্ধ হয়ে গেছে । লোকের মুখে মুখে রসিকতা ঘুরছে যে ‘ আচ্ছে দিন ‘ আর ‘পরিবর্তন ‘ এর ঠ্যালায় একদা ভারতের ‘রূঢ়’ নামে খ্যাত দুর্গাপুর এখন ‘ দুর্দশাপুর ‘ ! তাই দুর্গাপুরের মানুষ জোট বাঁধছে । শিল্প রক্ষার জন্য গড়ে তুলেছে যৌথ মঞ্চ ।   আজকে প্রবল বৃষ্টি-বিঘ্নিত দিনে , ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির আহ্বানে সারা দিয়ে মানুষ পা মেলালেন এক বিশাল মিছিলে । অবিলম্বে  দুর্গাপুর নগর নিগমের নির্বাচন , দুর্গাপুর নগর নিগমের নির্বাচন সুষ্ঠ ও অবাধ সুনিশ্চিত করা , অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীরনের সিদ্ধান্ত বাতিল ও অ্যালয় স্টিল প্ল্যান্ট - দুর্গাপুর ইস্পাত কারখানার সম্প্রসারন-আধুনিকীকরন এর জন্য অর্থ বরাদ্দ , দুর্গাপুরের সমস্ত বন্ধ ও রুগ্ন শিল্পের পুনরুজ্জীবন ও সমস্ত উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিকদের অবিলম্বে কাজে ফেরানো – এই ৫-দফা দাবীতে  ইস্পাতনগরীর অশোক এভিন্যুর খোলা-মার্কেট থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আশীষ মার্কেটে শেষ হয় । মিছিলে ছিলেন সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃ্ন্দ ।







No comments:

Post a Comment