Saturday 16 February 2019

অ্যালয় স্টিল বাঁচাও- দুর্গাপুর ইস্পাত বাঁচাও – দুর্গাপুর বাঁচাও আন্দোলন চলবে ।




দুর্গাপুর,১৬ই ফেব্রু : অ্যালয় স্টিল বাঁচাও- দুর্গাপুর ইস্পাত বাঁচাও – দুর্গাপুর বাঁচাও আন্দোলন চলবেই – একথা স্পষ্টই জানিয়ে দিলেন নেতৃবৃন্দ। আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) পক্ষ থেকে আয়োজিত শ্রমিক কনভেনশনে নেতৃবৃন্দ জানিয়েছেন যে তিন বছর ধরে লাগতার আন্দোলনের সামনে দাঁড়িয়ে মোদি সরকার অ্যালয় স্টিলের কৌশলগত বিলগ্নিকরন থেকে সরে আসার কথা জানালেও অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত বাঁচাতে মূলধন বিনিয়োগের বিষয় আশ্চর্যজনক ভাবে নীরব ! এর আগে বাজপেয়ী সরকারের আমলে এম-এ-এম-সি,বি.ও.জি.এল,এফ.সি.আই এবং ২০১৪ সালে নির্বাচনী বৈতরনী পার করার জন্য হিন্দুস্হান কেবলস এর ক্ষেত্রে একই ধরনের ছল-চাতুরীর আশ্রয় নেওয়া হলেও পরে প্রতিটি কারখানা বন্ধ করে দেওয়া । এমন কি অ্যালয় স্টিলের কৌশলগত বিলগ্নিকরন হবে না – এই খবর ছড়িয়ে আন্দোলনের গোড়ার দিকে শ্রমিকদের মধ্যে  বিভেদের চেষ্টা করা হলেও কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথমঞ্চ সেই চেষ্টা ব্যর্থ করে । তাই অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত বাঁচাতে মূলধন বিনিয়োগ-আধুনিকিকরন ও সম্প্রসারন – উচ্ছেদ ঠিকা শ্রমিকদের পূনর্বহাল সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রতিটি বন্ধ কারখানা চালুর বিষয়ে দাবি না মেটা পর্যন্ত , ঐক্যবদ্ধ আন্দোলন থেমে থাকবে না । বরং লড়াই এর সামনে শাসক কে নতজানু হতে হয়ে – এই শিক্ষা নিয়ে বিপুল উৎসাহের সাথে অ্যালয় স্টিল বাঁচাও- দুর্গাপুর ইস্পাত বাঁচাও - দুর্গাপুর বাঁচাও আন্দোলন কে এগিয়ে নিয়ে যেতে হবে । আজকের কনভেনশনে বক্তব্য রাখেন রামপঙ্কজ গাঙ্গুলি,সন্তোষ দেবরায় ও বিশ্বরূপ ব্যানার্জী ।

No comments:

Post a Comment