Sunday 17 February 2019

ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের বস্তিবাসিদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ।




দুর্গাপুর,১৭ই ফেব্রুঃ : পঃ বঙ্গ বস্তি উন্নয়ন কমিটির উদ্যোগে ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ) এর সহায়তায় আজ ইস্পাতনগরীর ভারতী ভলিবল ময়দানে অনুষ্ঠিত হল ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের বস্তিবাসিদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল । মাঝে বেশ কিছু বছর ধরে এই প্রতিযোগিতা বন্ধ ছিল । আজ সকালে প্রতিযোগিতার শুরুতে পঃ বঙ্গ বস্তি উন্নয়ন কমিটির পতাকা উত্তোলন করেন সংগঠনের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক মহাব্রত কুন্ডু । এরপরে কাশ্মীরের পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের স্মৃতির উদ্দ্যেশ্যে নিরবতা পালন করা হয় । উপস্হিত ছিলেন এলাকার বিধায়ক সন্তোষ দেবরায়,জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদ গোলাম মুস্তাফা খান,মেঘনাথ আঢ্য,রমেশ বাসনেট,ঘনশ্যাম সোনার,তুষারকান্তি ঘোষ,সুব্রত সিনহা,ক্রীড়া সংগঠক সুখময় বোস প্রমূখ । উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জী জানান যে ইস্পানগরীর ঐতিহ্যপূর্ণ ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে এনে শান্তি-সৌহার্দ-সম্প্রীতির সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং নবীন প্রতিভাধর ক্রীড়াবিদদের খুঁজে বার করার জন্য এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে । এই উদ্দ্যেশ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের কর্ণধারদের এই প্রতিযোগিতায় আমন্ত্রন জানানো হয়েছে । এই প্রতিযোগিতায় বস্তিবাসি শিশুদের সাথে ইস্পানগরীর শিশুরাও অংশ নিয়েছে । এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে থাকা বস্তিগুলির অধিবাসিরা এই প্রতিযোগিতায় অংশ নেওয়র ফলে তাদের পারস্পরিক সম্পর্ক মজবুত হবে । প্রতিযোগিতায় ৬০০ জন প্রতিযোগি অংশ নিয়েছেন । প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগিদের পুরস্কৃত করা হয় ।








No comments:

Post a Comment