Friday 22 February 2019

জাগতে রহো – বিলগ্নিকরনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে অ্যালয় স্টিল প্ল্যান্টের লাগাতার শ্রমিক বিক্ষোভ শুরু ।




দুর্গাপুর,২২শে ফেব্রু : ইস্পাত শ্রমিকরা দৃঢ় ভাবে জানিয়ে দিয়েছেন যে অ্যালয় স্টিলের বিলগ্নিকরন রুখতে জান কবুল । তাদের পাশে দৃঢ় ভাবে এসে দাঁড়িয়েছেন দুর্গাপুরের সমস্ত স্তরের মানুষ । সর্ব স্তরে ছড়িয়ে পড়েছে প্রতিরোধের শপথ – দুর্গাপুর কে ‘দুর্দশাপুর’ হতে দেব না । অ্যালয় স্টিলের ১০০% কৌশলগত বিলগ্নিকরনের জন্য গ্লোবাল টেন্ডার আহ্বান করতে চেয়ে সেবি-র কাছে সেইলের পাঠানো চিঠি ফাঁস ও বিভিন্ন সংবাদ মাধ্যমে সেইলের অ্যালয় স্টিল,সালেম ও ভদ্রাবতি কারখানার বিলগ্নিকরনের খবর প্রকাশিত হতেই  অ্যালয় স্টিলের মেইন গেটের বিশাল বিক্ষোভ সমাবেশে হয়। আজ থেকে শুরু হয়ে গেল লাগাতার শ্রমিক বিক্ষোভ । সমাবেশে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের( সি.আই.টি.ইউ) পক্ষে বক্তব্য রেখেছেন নন্দলাল দাস,সুমনব্রত দাস,মহেন্দ্র মুর্মু ও নিখিল দাস ।



No comments:

Post a Comment