Thursday 14 February 2019

ইনপ্ল্যান্ট অফিস গুলিকে সংকুচিত করার প্রতিবাদে দুর্গাপুর ইস্পাতে শ্রমিক বিক্ষোভ ।




দুর্গাপুর,১৪ই ফেব্রু: : আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) এর দফ্তরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে ইস্পাত শ্রমিকরা বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছিলেন । কারখানার ভিতরে বিভিন্ন অফিসের ( ইনপ্ল্যান্ট অফিস ) মাধ্যমে ইস্পাত শ্রমিকরা তাদের ব্যক্তিগত বিভিন্ন ধরনের কাজ গুলি সম্পন্ন করেন ।পারসোন্যানল, ছুটি,পিএফ,বিভিন্ন ধরনের লোন,মেডিক্যাল কার্ড সংক্রান্ত কাজ সহ বিভিন্ন ধরনের কাজ ইনপ্ল্যান্ট  অফিসে হয় । বিশাল অংশ জুড়ে ইন্টিগ্রেটেড ইস্পাত কারখানার বিভিন্ন বিভাগের সাথে কারখানার প্রশাসনিক দফ্তরের দুরত্ব,শিফটিং ডিউটি,গেট পাসের অযথা কড়াকড়ি,কর্মি স্বল্পতার মধ্যে উৎপাদনের চাপ – এই সব মিলিয়ে যখন সর্বাধিক প্রয়োজন,ঠিক তখনই কর্তৃপক্ষ অন্যান্য বিভিন্ন বিভাগের সাথে ইনপ্ল্যান্ট অফিসের ‘ডাউনসাইজিং’ এর নামে সমস্ত অফিস-সংক্রান্ত কাজ কে সাত তলা বিল্ডিং এই পোষাকি নামে পরিচিত কারখানার প্রশাসনিক দফ্তরে কর্তৃপক্ষ কেন্দ্রীভূত করতে চাইছে । এই বিষয়ে নির্বাচিত ইউনিয়নের প্রতিনিধিদের সাথে কোন  আলোচনা ছাড়াই  কর্তৃপক্ষ এককভাবে একের পর এক পদক্ষেপ নিয়েছে । সাম্প্রতিককালে মেডিক্যাল কার্ড সংক্রান্ত কাজ ইনপ্ল্যান্ট অফিসের থেকে বন্ধ করার ফলে শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙ্গেছে । অবিলম্বে  ইনপ্ল্যান্ট অফিসের সংকোচন বন্ধ ও ইউনিয়নের সাথে আলোচনার দাবি জানিয়ে আজকের বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,প্রদ্যুৎ মুখার্জী,রনজিত গুহ ঠাকুর ও সীমন্ত চ্যাটার্জী । সমাবেশ চলাকালিন কর্তৃপক্ষের কাছে ইউনিয়নের প্রতিনিধিদল দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দেয় ।

No comments:

Post a Comment