Monday 18 February 2019

বৃহত্তর আন্দোলনের লক্ষ্য ইস্পাত শ্রমিকদের কনভেনশন ।




দুর্গাপুর,১৮ই ফেব্রুঃ : আজ দুর্গাপুর ইস্পাত কারখানার প্ল্যান্ট সিভিলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) আহ্বানে ইস্পাত শ্রমিকদের কনভেনশনে আই.এল এ্যান্ড এফ.এস নামে বেসরকারি সংস্হায় বিনিয়োগ করা ২০,০০০ হাজার কোটি টাকা জলে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মোদি সরকারের শ্রমিকদের পি.এফ-পেনশনের টাকা বেসরকারি ক্ষেত্রে খাটানোর নীতি কে তীব্র সমালোচনা করা হয় প্রসংগত এই সংস্হা খাটানো টাকা জলে যাওয়ার ফলে রাষ্ট্রায়ত্ব শিল্প সংস্হার ১৫ লক্ষ শ্রমিক-কর্মচারির পি.এফ-পেনশনের টাকা মার যাওয়ার আশংকা দেখা দিয়েছে । অন্যদিকে প্রবল আন্দোলনের চাপে মোদি সরকার আপাতত অ্যালয় স্টিলের কৌশলগত বিলগ্নিকরনের সিদ্ধান্ত বাতিল করলেও  অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত বাঁচাতে আধুনিকিকরন-সম্প্রসারনের জন্য অতীব প্রয়োজনীয় মূলধন বিনিয়োগ - দুর্গাপুর ইস্পাতের উচ্ছেদ ঠিকা শ্রমিকদের কাজে ফেরানো,হাসপাতাল-নাগরিক পরিসেবায় বিনিয়োগ-কোয়ার্টার ও জমি লিজ-লাইসেন্সিং সহ অন্যান্য আশু প্রয়োজনীয় বিষয়ে নীরব থাকায় শ্রমিক মহলে সন্দেহ বেড়েছে । দীর্ঘ ৩ বছর ধরে বেতন-চুক্তি বকেয়া আছে । গত এন.জে.সি.এস এর চুক্তি সত্বেও বিভিন্ন বকেয়া বিষয়ে এখনও ফয়সালা হয় নি । সব মিলিয়ে ইস্পাত কর্মিদের ভাঁড়ারে প্রাপ্তি শূন্য । অথচ আর্থিক চাপ বেড়েই চলেছে । কর্মরত অবস্হায় মৃতের পরিবারের একজনের চাকুরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছে চার পরিবার । এই অবস্হায় বৃহত্তর লড়াই-এ যাওয়া ছাড়া অন্য কোন বিকল্প পথ নেই বলে আজকের কনভেনশনে অভিমত । এই লক্ষ্যে আগামী ২০শে ফেব্রুঃ সকালে , অ্যালয় স্টিলের মেইন গেটে ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ জমায়েতের ডাক দিয়েছে । আজকের কনভেনশনে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,প্রদ্যুৎ মুখার্জী ও স্বপন মজুমদার ।
এদিকে আজকের কনভেনশনের মধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার সদ্য অবসরপ্রাপ্ত শ্রমিক জয়প্রকাশ ঠাকুর অবসরকালিন প্রাপ্ত অর্থ থেকে ইউনিয়ন তহবিলে ৫০০০ হাজার টাকা ইউনিয়ন এর আহ্বায়ক বিশ্বরূপ ব্যানার্জীর হাতে তুলে দিলে উপস্হিত সকলে তাকে উচ্ছসিত অভিনন্দন জানান ।


No comments:

Post a Comment