Tuesday 5 February 2019

অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিক বিক্ষোভ ।




দুর্গাপুর,৫ই ফেব্রুঃ : আজ সকালে অ্যালয় স্টিল প্ল্যান্টের জি.এম. ওয়ার্কস ( আই.সি) এর দফ্তরে ১৩-দফা দাবিতে স্হায়ী ও ঠিকা শ্রমিকরা যৌথভাবে বিক্ষোভ দেখান । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) ও এ.এস.পি কন্ট্রাক্টারএমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর আহ্বানে এই বিক্ষোভ সমাবেশে দলে দলে স্হায়ী ও ঠিকা শ্রমিকরা যোগ দান করেন । অ্যালয় স্টিল প্ল্যান্টের কৌশলগত বিলগ্নীকরনের বাতিল-আধুনিকীকরন-সম্প্রসারনের সাথে সাথে অবিলম্বে সেইলের বেতন-চুক্তি, ঠিকা শ্রমিকদের সমস্ত বকেয়া ভি.ডি.এ-চুক্তি মোতাবেক বেতন-পি.এফ-ই.এস.আই-পেনশন,জমি-কোয়ার্টার লিজিং-লাইসেন্সিং,কারখানার শান্তি-শৃংখলা ও ভয়-ভীতিহীন পরিবেশের দাবি সহ অন্যান্য দাবিতে এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গুরুপ্রসাদ ব্যানার্জী,নবেন্দু সরকার ও বিজয় সাহা । সমাবেশ চলাকালীন কর্তৃপক্ষের কাছে যৌথ প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিয়ে জানিয়েছেন যে দাবি না মিটলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ।






No comments:

Post a Comment