Saturday 16 February 2019

নিহত জওয়ানদের স্মরনে ইস্পাতনগরীর মৌন মিছিলের আহ্বান – ধ্বংস হোক সন্ত্রাসবাদ,নিপাত যাক যুদ্ধ জিগির ।




দুর্গাপুর,১৬ই ফেব্রু : কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের নৃশংস ও কাপুরুষোচিত হামলায় নিহত সি.আর.পি.এফ জওয়ানদের স্মরনে গোটা দেশের সাথে শোকাচ্ছন ইস্পাতনগরীও । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির ডাকে আজ বিকালে নিউটন রোডের সংলগ্ন অঞ্চল থেকে নিহত সি.আর.পি.এফ জওয়ানদের প্রতিটি পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং সন্ত্রাসবাদ ধ্বংস হোক,যুদ্ধের জিগির বন্ধ হোক এই দাবিতে মৌন মিছিল শুরু হয় ।  মিছিল যত এগিয়েছে , মিছিলের দৈর্ঘ ততই দীর্ঘতর হয়েছে । অন্ধকার নামতেই জ্বলে ওঠে মোমবাতির সারি । মিছিলে অংশগ্রহনকারী  সাধারন গৃহবধু থেকে শ্রমিক ,ছাত্র-যুব থেকে ছোট দোকানদার কিংবা দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায়,ট্রেড ইউনিয়ন নেতৃত্ব সুবীর সেনগুপ্ত ,বিশ্বরূপ ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ  দল-মত-নির্বিশেষ সাধারন মানুষের শরীরে ভাষায় বুঝিয়ে দিচ্ছিল শোকবিহ্বলতার মধ্যেও মহান দেশের নাগরিক কর্তব্যে অবিচল দুর্গাপুর । সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই দিনগুলিতেও আজকের দিনের মতই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ছিল অবিচল ও ঐক্যবদ্ধ ইস্পাতনগরী।  মিছিল চন্ডিদাস বাজার মোড়ে নিহত সি.আর.পি.এফ জওয়ানদের স্মৃতির উদ্দ্যেশে যখন নিরবতা পালন করছিল,তখন পথচলতি মানুষ,ক্রেতা-বিক্রেতারাও স্বতঃস্ফূর্তভাবে নিরবতা পালন করেন । রক্তাত কাশ্মীর- রক্তাত দেশ-রক্তাত সভ্যতা তবুও মহান ভারততবর্ষের নাগরিকরা যুদ্ধের জিগির ছাড়াই সমস্ত ধরনের সন্ত্রাসবাদ কে গোড়া থেকে নির্মূল করার জন্য আত্মপ্রত্যয়ী, নিহত সি.আর.পি.এফ জওয়ানদের পরিবারদের জন্য দেশের প্রত্যেক পরিবার সমব্যাথি – আজকের মৌন মিছিল এই সুরে বাঙ্ময় উঠল ।








No comments:

Post a Comment