Saturday 21 September 2019

বার্ষিক বোনাস নিয়ে টালবাহানায় ইস্পাত শ্রমিকদের ক্ষোভ বাড়ছে : দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।




দুর্গাপুর,২১শে সেপ্টেঃ : শারদোৎসব আসন্ন । কিন্তু তাই ঘিরে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের চন্ডিদাস ও বেনাচিতি বাজারে রমরমা বেচাকেনার চিত্রটা এখনো অনুপস্হিত ।মোদি সরকারের তুঘলকি নীতির ফলে দেশের অর্থনীতি ঘিরে মানুষের উদ্বেগের প্রতিফলন পূজোর বাজারে পড়ার সম্ভাবনা ব্যবসায়ীরাও উড়িয়ে দিতে পারছেন না । উদ্বেগে পড়েছেন ব্যবসায়ীরাও । এদিকে অন্য আরেক সমস্যা কে ঘিরে বাজারের করুণ অবস্হা আরও জটিল করে তুলছে । উৎসব শুরু হতে আর সপ্তাহ দুই বাকি ।কিন্তু এখনো পর্যন্ত দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের বার্ষিক বোনাস বা বিলম্বিত বেতন ( ১২ মাস কাজ করে ১৩ মাসের বেতন ) এর জন্য ইউনিয়নদের সাথে আলোচনা করে ঠিক করা অথবা বোনাস দেওয়ার জন্য সেইল কর্তৃপক্ষের কোন হেলদোল দেখা যাচ্ছে না। এর মধ্যে কর্তৃপক্ষের পক্ষ থেকে আগামী ৪ঠা অক্টোঃ ইউনিয়নদের সাথে বোনাস  আলোচনার বৈঠক আহ্বান করলে,প্রতিবাদের মুখে একদিন এগিয়ে ৩রা অক্টোঃ বৈঠক আহ্বান করে । অথচ ৪ তারিখে শারদোৎসবের সূচনা হচ্ছে । কর্তৃপক্ষের এহেন আচরন শ্রমিকদের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি করেছে । দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কর্স) দফ্তরের সামনে শ্রমিকদের প্রবল বিক্ষোভ থেকে তারই প্রতিফলন আজ দেখা গেল । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ)-এর ডাকে এই বিক্ষোভ সভা থেকে অবিলম্বে ইউনিয়নদের সাথে বোনাসের জন্য আলোচনা বৈঠক,ফয়সালা ও বোনাস মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয় । নেতৃবৃন্দ স্মরণ করিয়ে দেন যে দীর্ঘ চার বছর পরে সেইল ঘুরে দাঁড়িয়ে ২১৭৯ কোটি টাকা মুনাফা করেছে । এই অবস্হায় বোনাস নিয়ে টালবাহানা,কর্তৃপক্ষের দ্বিচারিতা, শ্রমিকদের মননে চিড় ধরাচ্ছে যা উৎপাদন ও উৎপাদনশীলতায় প্রভাব ফেলতে পারে । বক্তব্য রাখেন কবিরঞ্জন দাসগুপ্ত ,অরুন চৌধুরী,ললিত মিশ্র ও বিশ্বরূপ ব্যানার্জী । পরে বিশ্বরূপ ব্যানার্জী জানান যে স্টিল ওয়ার্কার্স ফেডারেশনের (সি.আই.টি.ইউ) আহ্বানে সেইলের সর্বত্র অবিলম্বে ইউনিয়নদের সাথে বোনাসের জন্য আলোচনা বৈঠক,ফয়সালা ও বোনাস মিটিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ চলছে । যৌথ আন্দোলনের উদ্যোগ নেওয়া হবে ।সমাবেশ চলাকালিন ইউনিয়নের পক্ষে প্রতিনিধিদল ইডি(ওয়ার্কর্স) দফ্তরে স্মারকলিপি জমা দেয় ।



No comments:

Post a Comment