Tuesday 24 September 2019

কয়লা ও ব্যাঙ্ক শিল্পের সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে ইস্পাত শ্রমিকদের সংহতি সভা : ইস্পাত ঠিকা শ্রমিকদের আন্দোলন চলছে ।




দুর্গাপুর,২৪শে সেপ্টেঃ : রাষ্ট্রায়ত্ব কয়লা ও ব্যাঙ্ক শিল্পের সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে আজ সকালে ইস্পাত শ্রমিকদের সংহতি সভা হল অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেট ও দুর্গাপুর ইস্পাত কারখানার ২ নম্বর গেটে যাওয়ার রাস্তার সংযোগস্হলে । বক্তার বলেন যে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানা বাঁচানোর জন্য যে লড়াই তা কয়লা ও ব্যাঙ্ক শিল্প বাঁচানোর লড়াই এর সাথে সংপৃক্ত ।পৃথক নয় । বক্তব্য রাখেন সন্তোষ দেবরায়,গুরুপ্রসাদ ব্যানার্জী,নিমাই ঘোষ ও বিশ্বরূপ ব্যানার্জী ।
এ দিকে ১০-দফা দাবিতে ইস্পাত ঠিকা শ্রমিকদের আন্দোলন চলছে । সি.আই.টি.ইউ ভূক্ত ঠিকা শ্রমিকদের সংগঠন ইউ.সি.ডব্লু.ইউ – এ.এস.পি.সি.ই.ইউ-টি.সি.ই.ইউ এর যৌথ আন্দোলনের পাশে দাঁড়িয়েছে স্হায়ী শ্রমিকদের সংগঠন এইচ.এস.ই.ইউ । আজ বিকেলে দাবির সমর্থনে দুর্গাপুর ইস্পাত কারখানার ২ নম্বর গেট থেকে ঠিকা ও স্হায়ী শ্রমিকদের যৌথ মিছিল বেরিয়ে তামলা ব্যাঙ্কের পাশে সব্জী বাজার পর্যন্ত যায় । মিছিলের নেতৃত্ব দেন সুবীর সেনগুপ্ত,নিমাই ঘোষ,গুরুপ্রসাদ ব্যানার্জী,আশিসতরু চক্রবর্তী,সীমন্ত চ্যাটার্জি প্রমূখ ।











No comments:

Post a Comment