Monday 2 September 2019

তীব্র শ্রমিক আন্দোলনের সামনে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষ পিছু হটতে বাধ্য হল ।




দুর্গাপুর,২রা সেপ্টেঃ :  গত ১লা জুন থেকে দুর্গাপুর ইস্পাতে কর্তৃপক্ষ একতরফা ভাবে বাধ্যতামূলক বায়োমেট্রিক হাজিরার কথা ঘোষনা করলেও বর্তমান সাইবার ক্রাইমের যুগে বায়োমেট্রিক তথ্যের সুরক্ষা-সংক্রান্ত নায্য প্রশ্ন তুলে অধিকাংশ শ্রমিক-কর্মচারীরা বায়োমেট্রিক হাজিরা দেন নি । সি.আই.টি.ইউ সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন কর্তৃপক্ষের এই পদক্ষেপের বিরুদ্ধে কড়া অবস্হান নিয়েছে এবং বায়োমেট্রিক হাজিরা বয়কটের ডাক দিয়েছে । শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন ভাঙ্গার জন্য চলতি মাসের বেতন থেকে তিন জন শ্রমিক কে বেতন না দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই সি.আই.টি.ইউ সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন কর্তৃপক্ষ কে চরম হুঁশিয়ারী দিলে পরিস্হিতি ঘোরালো হয়ে ওঠে ।গতকাল সন্ধ্যায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ) এর নেতৃবৃন্দ জরুরী বৈঠকে মিলিত হয়ে সর্বাত্মক আন্দোলনের ডাক দিলে আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিক-কর্মচারীরা । ইডি ( ওয়ার্কর্স ),টি.এ.বিল্ডিং ও মেইন হাসপাতালে বিক্ষোভ প্রদর্শনের পরে দলে দলে শ্রমিক-কর্মচারীরা দুপুরে প্রশাসনিক ভবনে ইডি(পি অ্যান্ড এ) দফ্তরের সামনে তুমুল বিক্ষোভ শুরু করেন । আই.এন.টি.ইউ.সিও এই বিক্ষোভে যোগ দেয় । চাপের মুখে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষ নেতৃবৃন্দের সাথে বৈঠকে জানান যে শ্রমিকদের বেতন কাটা হবে না । এই কথা জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী জানান যে বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষের একতরফা আদেশ শ্রমিক-কর্মচারীরার কোন ভাবেই মেনে নেবেন না । তিনি প্রশ্ন তোলেন যে শ্রমিকদের দীর্ঘদিনের দাবিগুলি বিষয়ে কর্তৃপক্ষ নীরব অথচ হটাৎ করে কে বা কাদের নির্দেশে কর্তৃপক্ষ একতরফা বায়ো-মেট্রিক’ হাজিরা লাগু করতে তৎপর হয়েছে? কারখানার শৃংখলা রক্ষা অথবা সুষ্ঠ হাজিরা ব্যবস্হা বজায় রাখতে ইউনিয়ন গুলি সর্বদা সহযোগিতার হাত বাড়িয়েছে । এর প্রত্যক্ষ ফল হোল লোকসানে চলা সেইল ও দুর্গাপুর ইস্পাতে মুনাফা । কর্তৃপক্ষ একতরফা ‘বায়ো-মেট্রিক হাজিরা লাগু করতে চাইলেও,আইনে সেই সুযোগ নেই । শুধু তাই নয়, কর্তৃপক্ষ ‘বায়ো-মেট্রিকতথ্যের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রেও অপারগ বলে জানিয়েছে । এর ফলে শ্রমিক-কর্মচারীদের ‘বায়ো-মেট্রিক’ তথ্য নয়-ছয় হওয়ার বাস্তব আশংকা দেখা দিয়েছে । অবিলম্বে ‘বায়ো-মেট্রিক হাজিরার নির্দেশ বাতিল করে কারখানার উৎপাদনের আরও শ্রীবৃদ্ধির স্বার্থে ইউনিয়ন গুলির সাথে কর্তৃপক্ষের সদর্থক আলোচনায় বসা উচিত বলে তিনি অভিমত প্রকাশ করেন ।












No comments:

Post a Comment