Saturday 14 September 2019

নবান্ন-মুখী ছাত্র-যুব মিছিলে পুলিশের নৃশংস হামলার প্রতিবাদে ইস্পাতনগরীতে প্রতিবাদ সভা ।




দুর্গাপুর,১৩ই সেপ্টেঃ :গতকাল হাওড়ায়,১২টি বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিমূখে চলা মিছিলে নৃশঃসতম হামলা চালিয়ে পুলিশে কার্যতঃ দলদাসের ভূমিকা পালন করেছে । সাথে তৃণমূলের গুন্ডা বাহিনীও ছিল বলে অভিযোগ উঠেছে ।গ্রেফ্তার করা হয় ছাত্র-যুব সংগঠনের নেতৃবৃন্দ কে । আজ তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে। কাজ-বেকার ভাতা-কম খরচে পড়াশোনার দাবিতে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি দিতে যাওয়ার পথে  সম্পূর্ন শান্তিপূর্ন এই মিছিলের উপর নৃশংস হামলার প্রতিবাদে ও বন্দি ছাত্র-যুব সংগঠনের নেতৃবৃন্দ কে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে আজ সারা রাজ্যের সাথে ইস্পাতনগরীতে প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয় । ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত ১ ও ২ আঞ্চলিক কমিটির ডাকে আজ সন্ধ্যায় চন্ডিদাস বাজারে আয়োজিত এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অনামিকা সরকার,মৈনাক চ্যাটার্জী,স্বপন মজুমদার ও বিজয় সাহা ।











No comments:

Post a Comment