Monday 16 September 2019

নাগরিকদের পৌর পরিষেবার প্রতি দুর্গাপুর পৌর নিগমের চূড়ান্ত অবহেলার বিরুদ্ধে ১নং বরো দ্ফ্তরে প্রতিবাদ আছড়ে পড়ল ।




দুর্গাপুর,১৬ই সেপ্টেঃ :২০১৭ সালে দুর্গাপুরের পৌর নির্বাচনে ভয়াবহ রিগিং করে ক্ষমতায় আসীন হয়েছিল বর্তমান তৃণমূল পরিচালিত বোর্ড ।নির্বাচনের দিনে প্রায় ১৫০০০ হাজার সশস্ত্র দুষ্কৃতি কে জড়ো করে দুর্গাপুরের পৌর নির্বাচন ‘জিতে’ ছিলেন তৃণমূলের বর্তমান কাউন্সিলাররা,এই অভিযোগ আগেই ছিল ।এর সাথে বর্তমানে যুক্ত হয়েছে বল্গাহীন দূর্ণীতি,কাটমানি,ধারাবাহিক অকর্মণ্যতা । আজ এই অভিযোগ এনে সরব হলেন সি.পি.আই.(এম) নেতৃবৃন্দ।ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির আহ্বানে আজ সকালে ইস্পাতনগরীর নিউটন রোডে ১ নম্বর বরোর অফিসে ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের অধিবাসিরা এই সব অভিযোগের অবিলম্বে প্রতিবিধান করার দাবি জানানোর পাশাপাশি পরিশ্রুত পানীয় জলের ব্যবস্হা ও বর্তমান ব্যবস্হা উন্নতিকরন,বস্তির নাগরিকদের বাসস্হানের পাট্টা,ডেঙ্গু সহ সংক্রামক রোগের প্রতিরোধের জন্য কার্যকরি ব্যবস্হা,জঙ্গল,কমিউনিটি ল্যাট্রিন, ড্রেন ও পয়োঃপ্রনলী ব্যবস্হার নিয়মিত সাফাই,শিশু শিক্ষা ও আইসিডিএস কেন্দ্রের পূর্ণাঙ্গ সংস্কার,বরোর সমস্ত নাগরিকের রেশন কার্ড প্রদান সুনিশ্চিত করা,সমস্ত পরিবার কে ‘স্বাস্হ্য সাথী’ প্রকল্পে অন্তর্ভুক্ত করা,প্রভৃতি দাবিতে অবস্হান- বিক্ষোভ সমাবেশ করেন । আগের থেকে জানানো থাকলেও,বরো চেয়ারম্যান রীনা চৌধুরী বিক্ষোভ-সমাবেশ চলার সময় ‘অনুপস্হিত’ ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বরো চেয়ারম্যানের ‘অনুপস্হিত’ নিয়ে কটাক্ষ ছুঁড়ে বক্তারা হুঁশিয়ার দেন যে পালিয়ে গিয়ে কোন লাভ হবে না । অবিলম্বে জনগনের সমস্যা সমাধান না হলে সি.পি.আই.(এম) বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে । প্রয়োজনে দিন-রাত্রি অবস্হান- বিক্ষোভ করবে। একই সাথে অতীত দিনে ‘শিল্প-বন্ধু’ বামফ্রন্ট পরিচালিত বোর্ডের মত বর্তমান বোর্ড কে দুর্গাপুর শিল্পাঞ্চল বাঁচাতে কার্যকরি ভূমিকা পালনের দাবি জানানো হয় ।  বক্তব্য রাখেন আল্পনা চৌধুরী,কাজল চ্যাটার্জি, আশিসতরু চক্রবর্তি ও স্বপন মজুমদার । উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃ্ন্দ । সমাবেশ চলাকালিন সি.পি.আই.(এম) এর এক প্রতিনধি দল বরো দফ্তরে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দেয় । এই অবস্হান-বিক্ষোভ সফল করে তুলতে প্রতিটি ওয়ার্ডে মিছিল-মিটিং সংগঠিত করা হয়েছিল । সমাবেশে নেতৃবৃন্দ আগামী ২৩শে সেপ্টেঃ ডিএমসি তে কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বান জানান । এই সমাবেশে বক্তব্য রাখবেন মহঃ সেলিম ।








No comments:

Post a Comment