Wednesday 4 September 2019

কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তুমুল গণ প্রতিরোধের ডাক দিয়ে ইস্পাতনগরীতে মিছিল ।




দুর্গাপুর,৪ঠা সেপ্টেঃ : আজ বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির ডাকে  ১০নং ওয়ার্ডে শিবাজী রোড থেকে দয়ানন্দ রোড পর্যন্ত মিছিল হয় । মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের নীতির ফলে বিপন্ন দুর্গাপুর শিল্পাঞ্চল কে বাঁচানোর জন্য অ্যালয় স্টিল প্ল্যান্ট বেসরকারীকরন রোখা, অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত আধুনিকিকরন ও সম্প্রসারন,ডিপিএল তুলে দেওয়ার চক্রান্ত রোধ,ডিএল এর বেসরকারীকরন রোখা,বন্ধ রাষ্ট্রায়ত্ব ও বেসরকারী কারখানা খোলা , ডিএসপির কোয়ার্টার ও জমির লিজিং-লাইসেন্সিং,কাটমানি বন্ধ ও ফেরত,সারদা-নারদা কেলেংকারিতে ক্ষতিগ্রস্হদের টাকা ফেরত ও দোষীদের শাস্তি,  সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ,কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল প্রত্যাহার,মূল্যবৃদ্ধি ও আর্থিক সংকটের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের ডাক দেওয়া হয় । মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,কাজল চ্যাটার্জী প্রমূখ ।


No comments:

Post a Comment