Tuesday 3 September 2019

অবিলম্বে বাৎসরিক বোনাস দেওয়ার দাবীতে ইস্পাত শ্রমিকদের বিক্ষোভ ।




দুর্গাপুর,৩রা আগস্ট :  শারদোৎসবের আগে বাৎসরিক বোনাসের অবিলম্বে ফয়সালা ও দেওয়ার দাবিতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ)-এর ডাকে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি( ওয়ার্কস ) এর দফ্তরে দলে দলে শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন । নেতৃবৃন্দ বলেন যে  বারো মাস কাজ করে তেরো মাসের বেতন - শ্রমিকের অর্জিত অধিকার। উৎসবের মরশুম আসন্ন। রাষ্ট্রায়ত্ত ইস্পাত শিল্পই কেবল নয়, গোটা দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত। শ্রমিকরা কারখানা বাঁচানোর লড়াই করছে বলেই অর্জিত অধিকার রক্ষার লড়াইও সমান গুরুত্বের সাথে করছে। শ্রম আইন বদলের নাম করে সরকার আসলে শ্রমিকদের জোটবদ্ধ হওয়ার অধিকার কেড়ে নিয়ে বহুজাতিক পুঁজিপতিদের লুঠের রাস্তা সুগম করতে চাইছে। তাই প্রতিটি ইঞ্চিতে লড়াই গড়ে তুলতে হবে।সমাবেশ চলার সময়ে কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন অরুণ চৌধুরী, প্রকাশতরু চক্রবর্তী, ললিত মিশ্র কবিরঞ্জন দাশগুপ্ত।



No comments:

Post a Comment