Thursday 3 September 2020

অবিলম্বে এনজেসিএস চুক্তি সহ বকেয়া পূরনের দাবিতে সিআইটিইউ এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের দু-দিন ব্যাপি অবস্হান-বিক্ষোভ চলছে।

 


দুর্গাপুর,৩রা সেপ্টেঃ : গত ১লা জানুয়ারী, ২০১৭ থেকে সেইল কর্মচারীদের বেতনচুক্তি বকেয়া হলেও কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ বিষয়ে নীরব। দুর্গাপুর ইস্পাত কর্তপক্ষের কাছে ধারাবাহিক বিক্ষোভ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় ধারাবাহিক আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে হিন্দুস্থান স্টিল এমপ্লিইজ ইউনিয়ন( সিআইটিইউ) । ইউনিয়নের ডাকে আজ থেকে দুর্গাপুর ইস্পাতের ইডি ( ওয়ার্কস ) এর দফ্তরে দু-দিন ব্যাপি অবস্হান-বিক্ষোভ শুরু হয়েছে । আজ দুপুরে কারখানার অর্জুন মূর্তির সামনে থেকে ইস্পাত শ্রমিকরা এক বিশাল বাইক শুরু করে ইডি ( ওয়ার্কস ) এর দফ্তরে এসে অবস্হান-বিক্ষোভ শুরু করেন । শেষ খবর পাওয়া পর্যন্ত অবস্হান-বিক্ষোভ চলছে । এ পর্যন্ত বক্তব্য রেখেছেন অরুন চৌধুরী,ললিত মিশ্র,দেবাশীস পাল,বাবুরাম শর্ম্মা ও প্রকাশতরু চক্রবর্তি । বক্তারা অবিলম্বে এনজেসিএস এর আলোচনা শুরু করে বেতন চুক্তির ফয়সালা,ঠিকা শ্রমিকদের নতুন বেতন কাঠামোর চুক্তি, বেতন চুক্তির মেয়াদ পাঁচ বছর বজায় রাখার দাবি জানানোর পাশাপাশি  মোদি সরকারের সরকারী ও রাষ্ট্রায়ত্ব সংস্হার বেসরকারীকরন-বিলগ্নিকরন নীতি অবিলম্বে বাতিল, দুর্গাপুর ইস্পাত কারখানা বাঁচাতে অবিলম্বে আধুনিকিকরন-সম্প্রসারন,বেতন-চুক্তি কে উপেক্ষা করে একতরফা চালু করা পেনশনের বদল করে চুক্তি অনুযায়ী পেনশন চালু,বিগত বেতন চুক্তির বকেয়া অবিলম্বে প্রদান, উচ্ছেদ ও ছাঁটাই হওয়া শ্রমিকদের পূনর্বহাল, চুক্তি অনুসারে বি-লিস্ট ভুক্তদের স্হায়িকরন,শূন্যপদে লোক নিয়োগ,জমি-কোয়ার্টার লিজ-লাইসেন্সিং,কারখানা ও ইস্পাতনগরীতে শ্রমিক ও তাদের পরিবারবর্গের পূর্ন নিরাপত্তার জন্য সেফটি-জল-বিদ্যুৎ-রাস্তা-হাসপাতাল সহ সামগ্রিক পরিকাঠামো ঢেলে সাজানো সহ অন্যান্য বিষয়ে দাবি জানান । এর আগে এই দাবি কে সামনে রেখে প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানের কাছে হিন্দুস্থান স্টিল এমপ্লিইজ ইউনিয়ন( সিআইটিইউ) এর পক্ষ থেকে বিক্ষোভ জানানো হয় । আগমীকাল সকাল থেকে বিকাল পর্যন্ত অবস্হান-বিক্ষোভ চলবে।













No comments:

Post a Comment