Friday 25 September 2020

বোনাস-বেতন চুক্তি সহ বকেয়া বিভিন্ন দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২৫শে সেপ্টেঃ : আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস )দপ্তরে বার্ষিক বোনাস-বেতন চুক্তি সহ বকেয়া বিভিন্ন দাবিতে ইস্পাত শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখায় । করোনার অতিমারীর মধ্যেও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কারখানার উঁচু হারের উৎপাদন ও উৎপাদনশীলতা বজায় রেখে চাহিদা ও অর্ডারের যথাযথ জোগান বজায় রেখে চলে সেইলের মধ্যে প্রথম স্হানে আছে । অথচ সামনে শারোদৎসব চলে আসা সত্বেও,কর্তৃপক্ষ বার্ষিক বোনাসের বিষয়ে নিশ্চুপ ! ইউনিয়নের তরফ থেকে বারে বারে দাবি জানানো সত্বেও কর্তৃপক্ষ বার্ষিক বোনাসের বিষয়ে এখন কোন আলোচনা করার উদ্যোগ না দেখানোর জন্য শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে । আজকের বিক্ষোভ সমাবেশে তারই বহিঃপ্রকাশ ঘটল । বক্তারা এ বিষয়ে কর্তৃপক্ষ কে অবিলম্বে আলোচনায় বসার জন্য দাবি জানিয়েছেন । একই সাথে বেতন চুক্তির জন্য এনজেসি এর আলোচনা শুরু সহ বকেয়া বিভিন্ন দাবি অবিলম্বে মেটানোর দাবি জানিয়েছেন বক্তারা । বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,সীমন্ত চ্যাটার্জি ও পার্থ মুখার্জি । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান ।






No comments:

Post a Comment